ভিডিয়ো: ভিড়ে ঠাসা জেনারেল কামরা, মাটিতে পা না দিয়েই টয়লেটে গেলেন যুবক

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 20, 2023 | 5:57 PM

ওই টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর ভাই এবং ভাইয়ের বন্ধু আসছিল সেই ট্রেনে। ভাইয়ের বন্ধুকে এ ভাবেই বাথরুমে যেতে হয়েছে। এই ভিডিয়োর টুইটে রেল মন্ত্রককে ট্যাগও করেছেন তিনি।

ভিডিয়ো: ভিড়ে ঠাসা জেনারেল কামরা, মাটিতে পা না দিয়েই টয়লেটে গেলেন যুবক
ভিড়ে ঠাসা ট্রেন

Follow Us

নয়াদিল্লি: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অধিকাংশ সাধারণ মানুষের বড় ভরসা ভারতীয় রেল। যাত্রীর চাপের জন্য কিছু লাইনে ভিড় হয় মারত্মক। তার সঙ্গে মানিয়ে নিয়েই যাত্রা করতে হয় ট্রেনযাত্রীদের। সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডলে। সেই ভিডিয়ো তুলে ধরেছে ট্রেনের কামরার ভিড়। ভিড়ের জেরে যাত্রীদের যে কী কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তা দেখা যাচ্ছে সেই ভিডিয়োয়। ওই কামরার এক যাত্রী কী রকম কসরত করে বাথরুমে যাচ্ছেন তা দেখে কিছু অবাক নেটিজেনদের একাংশ।

অভিজিৎ দিপকে নামের এক টুইটার ব্যবহারকারী আপলোড করেছেন সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা ট্রেনের সাধারণ কামরা। সেই কামরার আসন তো ভর্তি কামরার মেঝেতেও ঠাসাঠাসি করে বসে রয়েছেন প্রচুর মানুষ। এর জেরে সেখান দিয়ে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। ওই কামরায় থাকা এক যুবক বাথরুমে যাওয়ার চেষ্টা করেছিলেন। মেঝে দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় ট্রেনের আসনের ধারে পা দিয়ে দিয়ে, রীতিমতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের মতো কসরত করে বাথরুমে যেতে হয়েছিল তাঁকে।

ওই টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর ভাই এবং ভাইয়ের বন্ধু আসছিল সেই ট্রেনে। ভাইয়ের বন্ধুকে এ ভাবেই বাথরুমে যেতে হয়েছে। এই ভিডিয়োর টুইটে রেল মন্ত্রককে ট্যাগও করেছেন তিনি।

 

এই ভিডিয়ো দেখে নেটিজেনরা নিজেদের ট্রেন যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বিভিন্ন সময় ট্রেন যাত্রা করতে গিয়ে কী রকম ভিড়ের মুখোমুখি তাঁদের হতে হয়েছিল তাও উঠে এসেছে মন্তব্যে। এক নেটিজেন লিখেছেন, “দুরপাল্লার ট্রেনের সাধারণ কামরায় এই ঘটনা বেশি দেখা যায়।” অপর একজন লিখেছেন, “সংরক্ষিত কামরাতেও এই অত্যাচার চলে।”

Next Article
ভিডিয়ো: রেস্তোরাঁ না কুস্তির আখড়া! সার্ভিস চার্জ নিয়ে সমস্যায় তুমুল মারামারি
ক্যান্সার চিকিৎসায় বিপ্লব, অত্যাধুনিক MR Linac যন্ত্র বসল যশোদা হাসপাতালে