নয়া দিল্লি: ঘণ্টার পর ঘণ্টা ধরে ফোন বেজে যাচ্ছে, কিন্তু ওপ্রান্ত থেকে কোনও সাড়াশব্দ নেই। বাধ্য হয়েই চিন্তিত আত্মীয় ফোন করেন পুলিশে। জানান যে, দীর্ঘক্ষণ ধরে ফোন করা সত্ত্বেও তাঁর আত্মীয় ফোন ধরছেন না। ভিন রাজ্যে থাকায় তাঁর পক্ষে যাওয়াও সম্ভব নয়। অনুরোধ অনুসারে ওই ব্যক্তির কোনও বিপদ ঘটেছে কিনা, তা জানতে ঘটনাস্থলে যায় পুলিশ। বাড়িতে সবকিছু সাজানো-গোছানো থাকলেও, দেখা নেই ওই ব্যক্তির। এই ঘর-ওই ঘর খোঁজাখুঁজি করতে করতেই হঠাৎ এক পুলিশ কর্মী ফ্রিজ খোলেন। সঙ্গে সঙ্গে আঁতকে ওঠেন সকলে। কারণ দীর্ঘক্ষণ ধরে যাঁর খোঁজা হচ্ছিল, তাঁর দেহই ঠেসে-ঠুসে ভরা রয়েছে ফ্রিজের ভিতর। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির গৌতমপুরীর একটি বাড়ির ফ্রিজ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম জ়াকির (৫০)। বাড়িতে তিনি একা থাকতেন বলেই জানা গিয়েছে। তাঁর স্ত্রী ও সন্তানরা আলাদা থাকেন। শুক্রবার সন্ধে ৭ টা ১৫ মিনিট নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। মৃত ব্যক্তির এক আত্মীয় ফোন করে জানান, দীর্ঘক্ষণ ধরে তিনি জ়াকিরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও, তিনি ফোন ধরছেন না। পুলিশকে ওই ব্যক্তির বাড়ির ঠিকানা দিয়ে সেখানে যাওয়ার অনুরোধ করেন।
পুলিশ ওই ঠিকানা অনুযায়ী গৌতমপুরীর বাড়িতে গিয়ে কাউকে দেখতে পাননি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ ফ্রিজ খুলে দেখা যায়, তার ভিতরে ওই ব্যক্তির মৃতদেহ ভরা। তাঁর দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও, প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, ওই ব্যক্তিকে খুনই করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। বাড়ি থেকে দামি কিছু খোয়া গিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।