রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যুবক, হাতের চারটে আঙুল কাটা! আসল ঘটনা জানলে শিউরে উঠবেন…

Bizarre: যুবক পুলিশকে জানিয়েছিলেন, কেউ বা কারা তাঁর হাতের আঙুল কেটে নিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশও মনে করেছিল, কালাজাদুর জন্য হাতের আঙুল কেটে নিয়েছে।

রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যুবক, হাতের চারটে আঙুল কাটা! আসল ঘটনা জানলে শিউরে উঠবেন...
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Dec 15, 2024 | 9:19 AM

আহমেদাবাদ: বাইক থেকে পড়ে গিয়েছিলেন রাস্তায়। মাথায় চোট লেগে সংজ্ঞা হারান। জ্ঞান ফিরতেই দেখলেন, হাতের চারটি আঙুল নেই। রীতিমতো হুলুস্থুলু পড়ে গেল। ছুটে এল পুলিশ। তদন্ত শুরু হল, কিন্তু তারপর পুলিশের হাতে যে তথ্য এল, তাতে চক্ষু চড়কগাছ।

ময়ূর তারাপারা (৩২) নামত এক যুবক পুলিশকে জানিয়েছিলেন, কেউ বা কারা তাঁর হাতের আঙুল কেটে নিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশও মনে করেছিল, কালাজাদুর জন্য হাতের আঙুল কেটে নিয়েছে। কিন্তু তদন্তে নেমে জানা যায়, অন্য কেউ নয়, ওই যুবক নিজেই হাতের আঙুল কেটে নিয়েছে।

কিন্তু কেন এমন কাণ্ড ঘটাল? যাতে কাজ করতে না হয়। ওই যুবকের এক আত্মীয়ের হিরের ব্যবসা রয়েছে সুরাটে। সেখানে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করত যুবক। কিন্তু ওই কাজ আর ভাল লাগছিল না। এদিকে, আত্মীয়কে মুখে উপরে বলার সুযোগও নেই। তাই এই চরম পদক্ষেপ। নিজের হাতেরই চারটে আঙুল কেটে নেয়।