রাগের বশেই মৃত্যুকামনা করেছিল প্রেমিকা, ফেসবুক লাইভে আত্মঘাতী যুবক

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 08, 2021 | 11:01 AM

পুলিশ জানতে পেরেছে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল প্রেমিকার সঙ্গে। সেই রাগেই আত্মহত্যা করেন ওই যুবক।

রাগের বশেই মৃত্যুকামনা করেছিল প্রেমিকা, ফেসবুক লাইভে আত্মঘাতী যুবক
প্রতীকী চিত্র

Follow Us

থানে: প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরেই আত্মঘাতী যুবক। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ২৭ বছরের এক যুবক। মৃত্যুর আগে তিনি অন করে দেন ফেসবুক লাইভ। মৃত্যুর মুহূর্তের ভিডিয়ো পোস্ট হয় তাঁর ফেসবুক পেজে। শনিবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রে থানেতে। লাইভে মৃত্যুর আগে প্রেমিকাকেই দায়ী করে যান তিনি। তিন বছর ধরে আর্থিক সাহায্য করার পরই তাঁকে বিয়ে করতে চাননি প্রেমিকা। তাই এই পথ বেছে নিয়েছেন তিনি।

মৃত যুবকের নাম অঙ্কুশ পাওয়ার। থানের কল্যান এলাকার বাসিন্দা তিনি। তিন বছর ধরে এক যুবতীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অঙ্কুশ ওয়ার্ড বয় হিসেবে একটি হাসপাতালে কাজ করতেন। নিজের জমানো টাকা থেকে প্রেমিকাকে টাকা দিতেন বলে ফেসবুকে জানিয়েছেন অঙ্কুশ।

পুলিশ জানতে পেরেছে ওই যুবকের সঙ্গে তাঁর বান্ধবীর প্রায়শই মনোমালিন্য চলত। সম্প্রতিও বচসা হয় দু’জনের। আর ঝগড়ার মাঝে রাগের বশেই প্রেমিকের মৃত্যুকামনা করেছিলেন ওই যুবতী। এরপরই প্রেমিকার ওপর রাগে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নেয় বলে অনুমান পুলিশের। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যু মামলা করেছে পুলিশ। আরও পড়ুন: ‘সাজানো ঘটনা’! ত্রিপুরায় যা হয়েছে সবই ‘নাটক’ বললেন দিলীপ ঘোষ

Next Article