পিলভিট: জনগণের কথা মাথায় রেখেই রাস্তা বানায় সরকার, যাতে চলাফেরা ও যান চলাচলে কোনও সমস্যা না থাকে। কিন্তু উত্তর প্রদেশের পিলভিট জেলায় অসম্পূর্ণ রাস্তার বেহাল চিত্র তুলে ধরলেন এক ব্যক্তি। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিয়ো সামনে আসায় রাস্তা তৈরিতে ব্যবহৃত সামগ্রীর গুণমান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
प्रचार: यूपी विकास में नंबर वन है।
सच्चाई: पीलीभीत में 3.80 करोड़ की सड़क बनी। सड़क क्या बनी, मलबा बिखेरा गया जिसे जनता झाड़ू से बुहार कर कचरे की तरह बटोर ले।
भाजपा भ्रष्टाचार और लूट का पर्याय बन चुकी है। pic.twitter.com/6tkyJneFGM
— Sandeep Singh ?? (@KaunSandeep) November 13, 2022
জানা গিয়েছে, ওই রাস্তা তৈরিতে আনুমানি ৩ কোটি ৮০ লক্ষ টাকা খরচ হওয়ার কথা। কিন্তু প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তা তৈরিত ব্যবহৃত পিচ হাত দিয়েই সরিয়ে ফেলা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে খালি হাতে রাস্তার পিচ সরিয়ে ফেলছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় ৭ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা তৈরি করার কাজ চলছে। ওই রাস্তার মাধ্যমে পূরণপুর ও ভগবন্তপুর গ্রামের সংযোগ স্থাপনই ছিল উদ্দেশ্য। নির্মীয়মাণ এই রাস্তা বেহাল অবস্থা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন।
এই গোটা ঘটনার জন্য রাস্তা তৈরির ঠিকাদারকেই দায়ী করেছেন ভগবন্তপুর গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, যে ঠিকাদারকে রাস্তা তৈরির টেন্ডার দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কারণ জনগনের টাকা থেকে এই রাস্তা তৈরির জন্য ৩ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
গ্রামীণ ইঞ্জিনিয়ারিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শৈলেন্দ্র চৌধুরী জানিয়েছেন, ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের নজরে আনা হয়েছে এবং সেই দফতরের আধিকারিকার রাস্তার গুণমান পরীক্ষা করে গিয়েছেন। যে সংস্থা রাস্তা তৈরির দায়িত্ব ছিল, তাঁকে ভর্ৎসনা করে দ্রুত সঠিকভাবে রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তে খুশি নয়, তারা পথে নেমে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছেন।