AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manipur Clash: জ্বলছে বাস-গাড়ি, ব্যাপক সংঘর্ষ, মণিপুরে নতুন করে ছড়াল অশান্তির আগুন, সংঘর্ষে নিহত ১, আহত ২৭ নিরাপত্তারক্ষী

Manipur Violence: স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। সেই নির্দেশ মতোই ইম্ফল থেকে রাজ্যের অন্যান্য জেলার উদ্দেশে বাস রওনা দেয়। বাসের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, কাঙ্গপোকপিগামী বাসের পথ আটকে দেয় মহিলা বিক্ষোভকারীরা।

Manipur Clash: জ্বলছে বাস-গাড়ি, ব্যাপক সংঘর্ষ, মণিপুরে নতুন করে ছড়াল অশান্তির আগুন, সংঘর্ষে নিহত ১, আহত ২৭  নিরাপত্তারক্ষী
নতুন করে সংঘর্ষ মণিপুরে।Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 6:33 AM
Share

ইম্ফল: ফের অশান্ত মণিপুর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে সকলের জন্য রাস্তা খুলতেই নতুন করে শুরু হল সংঘর্ষ, ছড়াল উত্তেজনা। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত ২৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। জানা গিয়েছে, ইম্ফল-ডিমাপুর হাইওয়েতে কুকি-জু সম্প্রদায়ের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধে। সেখান থেকেই এই পরিণতি।

মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে। সম্প্রতিই স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। সেই নির্দেশ মতোই ইম্ফল থেকে রাজ্যের অন্যান্য জেলার উদ্দেশে বাস রওনা দেয়। বাসের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, কাঙ্গপোকপিগামী বাসের পথ আটকে দেয় মহিলা বিক্ষোভকারীরা। দীর্ঘ সময় ধরে অনুরোধের পরও রাস্তা খালি না করায় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে ১৬ জন আহত হন।

এরপরই কুকি সম্প্রদায়ের আরও লোকজন জড়ো হয় এবং পুলিশের উপরে হামলা করে। বাস ও এসকর্ট গাড়িতে পাথর ছোড়ে। একটি বাসে আগুনও লাগিয়ে দেয়। পুলিশি বিবৃতিতেই জানা গিয়েছে, কমপক্ষে ২৭ জন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক।

এক বিক্ষোভকারীরও মৃত্যু হয়েছে। কাঙ্গপোকপির ওই বিক্ষোভকারীর শরীরে বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে। এই ঘটনার পরই তারা মণিপুরের বিভিন্ন জেলায় বনধ ডেকেছে। গোটা ঘটনায় ফের একবার উত্তপ্ত মণিপুর।