Manipur: মনিপুরে নিখোঁজ তিন মহিলা ও শিশুর মৃতদেহ ভেসে উঠল নদীতে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 16, 2024 | 12:31 PM

Manipur: প্রসঙ্গত,  গত জুন মাসে  দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তারপর থেকেই মেইতেই সম্প্রদায়ের লোকজনকে বোরোবেকরা পুলিশ ফাঁড়ি এলাকায় আশ্রয় শিবিরে রাখা হয়েছিল।

Manipur: মনিপুরে নিখোঁজ তিন মহিলা ও শিশুর মৃতদেহ ভেসে উঠল নদীতে
জিরিবামে চলছে তল্লাশি।
Image Credit source: PTI

Follow Us

মনিপুর: আবারও অশান্ত মনিপুর। নতুন করে জিরিমুখে নদীতে ভেসে আসা তিনটি দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। গত সোমবার মনিপুরের জিরিবাম থেকে ৬ জন নিখোঁজ হয়ে যান। জিরিমুখ এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তিন জনের মৃতদেহ উদ্ধার হয়। এখনও পর্যন্ত ৩টি দেহর শনাক্তকরণ করা সম্ভব হয়নি। তিনটি দেহর মধ্যে  তিন মহিলা ও তিন শিশু। দেহগুলোকে ময়নাতদন্তের জন্য  অসমের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,  গত জুন মাসে  দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তারপর থেকেই মেইতেই সম্প্রদায়ের লোকজনকে বোরোবেকরা পুলিশ ফাঁড়ি এলাকায় আশ্রয় শিবিরে রাখা হয়েছিল। অভিযোগ, গত সোমবার আশ্রয় শিবিরে হামলা চালায় কুকি জঙ্গিরা। সেদিনই একই পরিবারের ৬ জন জিরিবামের বোরোবেকরা এলাকা থেকে নিখোঁজ হন। প্রথম থেকেই মেইতেই সম্প্রদায়ের তরফে অভিযোগ উঠছিল, কুকি সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গিরা ৬ জনকে অপহরণ করেছিল। তাই এই তিন জনের দেহ উদ্ধারের ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছে প্রশাসন। আগে থেকে সতর্কতা নেওয়া হয়েছে।

 

Next Article