ইম্ফল: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’র জন্য অনুমতি দিল না মণিপুর সরকার। ১৪ জানুয়ারি ইম্ফল পূর্ব জেলার হাট্টা কাংজিবুং থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার (১০ জানুয়ারি), কংগ্রেস দাবি করেছে, রাজ্যে নতুন করে হওয়া এক হিংসার ঘটনার প্রেক্ষিতে ওই স্থান থেকে যাত্রা শুরুর অনুমতি প্রত্যাখ্যান করেছে মণিপুরের এন বীরেন সিং সরকার। এদিন সকালে, মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা কংগ্রেস বিধায়ক কে মেঘচন্দ্র, এক প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কার্যালয় তথা বাংলোতে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে হাট্টা কাংজিবুং-এর প্যালেস গ্রাউন্ড থেকে যাত্রা শুরুর অনুমতি চান। কংগ্রেসের দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন, তাঁর সরকার এই অনুমতি দিতে পারবে না।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেছেন, “আমরা মণিপুর থেকেই যাত্রা শুরু করব। যদি ওরা আমাদের প্যালেস গ্রাউন্ড না দেয়, তাহলে আমরা অন্য কোনও জায়গা থেকে যাত্রা করব।” কে মেঘচন্দ্রও বলেছেন, “মণিপুর সরকারের প্রতিক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে মণিপুর থেকেই যাত্রা শুরু হবে। বিকল্প হিসেবে আমরা থৈবাল জেলার খংজোমের এক বেসরকারি জায়গায় কথা ভাবছি। পরিবর্তিত পরিস্থিতিতে সেখান থেকেই যাত্রা শুরু করব।”
১৪ জানুয়ারি ইম্ফল থেকে এই যাত্রার সূচনা করার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। তারপর, দেশের পূর্ব থেকে পশ্চিমে ১৪টি রাজ্য এবং ৮৫টি জেলার উপর দিয়ে যাত্রা যাবে মুম্বইয়ের দিকে। ২০ মার্চ, মুম্বইয়েই এই যাত্রা শেষ হওয়ার কথা। এই যাত্রায় পদযাত্রার পাশাপাশি, বাসে চড়ে যাওয়ার ব্যবস্থাও থাকছে।