ইম্ফল: মণিপুরে (Manipur) দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বাকি অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে এবং চরম পদক্ষেপ করা হবে বলে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে মণিপুরের মুখ্যমন্ত্রী (CM N. Biren Singh)। তাঁদের সেই বার্তার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার হল আরও ৩ অভিযুক্ত। এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ (Manipur Police)। অন্যদিকে, ন্যক্করজনক এই ঘটনায় মণিপুরের মুখ্য সচিব ও ডিজিপি-র কাছে রিপোর্ট চেয়ে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে এনএইচআরসি। তদন্তের অগ্রগতি-সহ নির্যাতিতাদের শারীরিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় বৃহস্পতিবার সকালেই একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম হুইরাম হেরোদাস মেইতি। ভাইরাল হওয়া ভিডিয়োর ভিত্তিতেই ৩২ বছর বয়সি ওই যুবককে চিহ্নিত করে থৌবাল জেলা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভাইরাল হওয়া ভিডিয়োটিতে ৩২ বছর বয়সি হেরোদাসকে সবুজ রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হেরোদাস এই মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে। হেরোদাসকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর এদিন সন্ধ্যায় ওই ভিডিয়োর প্রেক্ষিতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানান মণিপুরের মুখ্যমন্ত্রী। এরপর আরও ২ জনকে গ্রেফতার করার কথা জানাল মণিপুর পুলিশ। তাদের নাম অবশ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।
২ মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় দোষীরা কেউ ছাড় পাবে না বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং। তারপর দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যবাসীর কাছে মহিলাদের সম্মান ও নিরাপত্তা রক্ষার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সকলের কাছে আবেদন করতে চাইছি যেন মহিলা, বোন, দিদির বিরুদ্ধে এটাই শেষ অপরাধ হয়। আমাদের মা, বোন এবং বড়দের সম্মান দেওয়া উচিত।”