নয়া দিল্লি: লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে জাতীয় রাজনীতিতে। চলছে শক্তি প্রদর্শনের পালা। ২৬টি বিরোধী দল একসঙ্গে জোট বেঁধেছে। তৈরি হয়েছে বিরোধীদের মহাজোট ‘ইন্ডিয়া’। এনডিএ-র ৩৮ দলকে নিয়ে বৈঠক করে ফেলেছে বিজেপিও। এনডিএ শরিক দলগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এবার আরও বেশ কয়েক দফা বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ জোটের সাংসদদের সঙ্গে এবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন নমো। আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে নমোর এই বৈঠকের পালা। লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষের সাংসদদের সঙ্গেই বৈঠক করবেন তিনি।
জানা যাচ্ছে, এই বৈঠকগুলির জন্য আলাদা আলাদা কিছু ভৌগোলিক জ়োন ভাগ করা হয়েছে। মোট ১০টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে ভৌগোলিক অঞ্চলের নিরীখে। এক একটি ক্লাস্টারে কম-বেশি ৩৫-৪০ জন করে সাংসদ থাকবেন বলে জানা যাচ্ছে। প্রতিটি ক্লাস্টার ধরে ধরে এনডিএ জোটের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন নমো। প্রথম দিনে দুই দফায় বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্বের রাজ্যের সাংসদরা।
জানা যাচ্ছে, ২৫ জুলাই থেকে শুরু করে প্রতিদিন দফায় দফায় বৈঠক চলবে। দু’টি করে বৈঠক হবে এক এক দিনে। প্রতিদিন সন্ধে সাড়ে ছ’টা ও সন্ধে সাড়ে সাতটায় পর পর দু’টি জোনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী নিয়ে আলোচনা হবে বৈঠকে? এখনও পর্যন্ত যা খবর, প্রতিটি ক্লাস্টারের বৈঠকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে সরকারের তরফে কী কী উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে, তার একটি হিসেব তুলে ধরা হবে। এর পাশাপাশি বিজেপি তথা এনডিএ-র ওই এলাকায় প্রচারের মূল ইস্যু কী কী হবে, তা নিয়েও আলোচনা হবে বলে খবর। একইসঙ্গে প্রতিটি ইস্যুর ভিত্তিতে কী ধরনের প্রচার হবে, তারও একটি নীল নকশা বাতলে দেবেন প্রধানমন্ত্রী।
সেই কারণে, বৈঠকে বসার আগে প্রত্যেক সাংসদদের নিজেদের সঙ্গে এলাকায় কী কাজ হয়েছে, তার একটি রিপোর্ট আনতে বলা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং রাজনাথ সিংয়ের বৈঠকে থাকার কথা রয়েছে।