Manipur Violence: এবার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী! বাড়িতে চড়াও উন্মত্ত জনতা, ফের জারি হল কার্ফু, বন্ধ ইন্টারনেট

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 17, 2024 | 6:49 AM

Manipur Curfew: শনিবার সকালেই মণিপুরের তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপরই তড়িঘড়ি প্রশাসনের তরফে ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়। রাজ্যের ৭ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।

Manipur Violence: এবার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী! বাড়িতে চড়াও উন্মত্ত জনতা, ফের জারি হল কার্ফু, বন্ধ ইন্টারনেট
মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা।
Image Credit source: PTI & X

Follow Us

ইম্ফল: উত্তপ্ত মণিপুর। অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত। মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেই হামলা চালাল একদল ক্ষুব্ধ জনতা। দরজা ভেঙে জোর করে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারী জনতা। তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে। সাত জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।

গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল মণিপুরে। কুকি দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপরই নিখোঁজ হয়ে যায় ৮ মাসের শিশু সহ ৬ জন। অভিযোগ উঠেছিল অপহরণের। শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের দেহ উদ্ধার হয়।

এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যজুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। শনিবার সকালেই মণিপুরের তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপরই তড়িঘড়ি প্রশাসনের তরফে ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়। রাজ্যের ৭ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এরপরে বিকেলে সরকারের উপরে ক্ষোভ উগরে দিয়েই বিক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছুড়ে কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।

পূর্ব, পশ্চিম ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিষ্ণুপুর, থৌবাল, কাঙ্কপোকপি, চূড়াচন্দপুর সহ ৭ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুর সরকারের তরফে কেন্দ্রের কাছে আফস্পা  পর্যালোচনা ও প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে।

Next Article