Manipur Violence: ফের অশান্ত মণিপুর, চলল গুলি, জ্বালিয়ে দেওয়া হল ২টি বাড়ি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 05, 2023 | 6:01 PM

Security Force: বুধবার পশ্চিম ইম্ফল জেলার পাতসই পুলিশ স্টেশনের অধীনে নিউ কেইথেলমানবিতে অশান্তি শুরু হয়। রাত ১০টা নাগাদ অশান্তি শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী হঠাৎ ওই এলাকায় চড়াও হয় এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

Manipur Violence: ফের অশান্ত মণিপুর, চলল গুলি, জ্বালিয়ে দেওয়া হল ২টি বাড়ি
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

ইম্ফল: ফের অশান্ত মণিপুর (Manipur)। বুধবার রাতে নতুন করে অশান্তি ছড়াল পশ্চিম ইম্ফল জেলায়। একাধিক রাউন্ড গুলি চলে, দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার পশ্চিম ইম্ফল জেলার পাতসই পুলিশ স্টেশনের অধীনে নিউ কেইথেলমানবিতে অশান্তি শুরু হয়। রাত ১০টা নাগাদ অশান্তি শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী হঠাৎ ওই এলাকায় চড়াও হয় এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। পরে জানা যায়, দুটি বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে দুস্কৃতীরা।

অশান্তির খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তা বাহিনী ও দমকল বাহিনী। ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শান্তি বজায় রাখতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মেতেই জনগোষ্ঠীর মহিলারা ঘিরে ধরেন। তারা বাহিনীকে এগোতে বাধা দেন। তবে পরে তাদের বুঝিয়ে অশান্তি এড়ানো হয়।

প্রসঙ্গত, গত ৩ মে থেকেই মণিপুরে অশান্তি ছড়িয়েছে। মেতেই জনজাতিকে উপজাতির অন্তর্ভুক্ত করা নিয়েই কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ ও সংঘর্ষ শুরু হয়। পাঁচ মাস পরও সেই অশান্তির রেশ রয়ে গিয়েছে। সম্প্রতিই মণিপুরে আফস্পার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।

Next Article