Bangla NewsIndia Mann Ki Baat: PM Modi says 'MY Bharat' to be launched on Oct 31
Mann Ki Baat: মন কি বাত অনুষ্ঠান থেকে ‘মেরা যুব ভারত’ গঠনের ডাক প্রধানমন্ত্রী মোদীর
২৯ অক্টোবর মন কি বাত অনুষ্ঠানে মোদী মুখে উঠে এসেছে ‘ভোকাল ফর লোকাল’। স্থানীয় পণ্য কেনার জন্য তিনি পর্যটকদের উৎসাহিত করেছেন। স্থানীয় শিল্পীদের তৈরি শিল্পকর্ম হোক বা স্থানীয় তৈরি বিভিন্ন জিনিস। স্থানীয় জিনিস কেনার ক্ষেত্রে ইউপিআই ব্যবহারের বিষয়েও জোর দিয়েছেন মোদী।
মন কি বাত অনুষ্ঠানে মোদী
Image Credit source: Twitter
Follow Us
নয়াদিল্লি: প্রতি মাসের মতো অক্টোবর মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাতের ১০৬ তম পর্বে দেশবাসীকে উৎসবের মরসুমের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন বিষয় উঠে এসেছে তাঁর বক্তব্যে। দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর বার্তা দেওয়ার এই অনুষ্ঠানে শোনা দেশের বিভিন্ন প্রান্তে।
মন কি বাতের শুরুতেই উৎসবের মরসুমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “এই অনুষ্ঠান এমন সময়ে হচ্ছে, যখন গোটা দেশবাসী উৎসবের মেজাজে রয়েছে। আপনাদের সকলকে আমি আসন্ন উৎসবের জন্য অভিনন্দন জানায়।”
২৯ অক্টোবর মন কি বাত অনুষ্ঠানে মোদী মুখে উঠে এসেছে ‘ভোকাল ফর লোকাল’। স্থানীয় পণ্য কেনার জন্য তিনি পর্যটকদের উৎসাহিত করেছেন। স্থানীয় শিল্পীদের তৈরি শিল্পকর্ম হোক বা স্থানীয় তৈরি বিভিন্ন জিনিস। স্থানীয় জিনিস কেনার ক্ষেত্রে ইউপিআই ব্যবহারের বিষয়েও জোর দিয়েছেন মোদী।
৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। রবিবারের মন কি বাত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতি নিজের শ্রদ্ধা ব্যক্ত করেছেন মোদী। এর পাশাপাশি ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী পালনের উপরও জোর দিয়েছেন তিনি।
সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩১ অক্টোবর দেশজুড়ে একটি সংগঠন প্রতিষ্ঠার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। মাই ইয়ং ইন্ডিয়া বা মেরা যুব ভারত নামের ওই সংগঠন দেশ গড়ার কাজে যুবকদের সক্রিয় অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন তিনি।
১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে আদিবাসী গৌরব দিসব উদযাপনের কথাও দেশবাসীর উদ্দেশে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “বিরসা মুন্ডা আমাদের হৃদয়ে থাকেন। আমরা তাঁর জীবন থেকে শিখেছি সত্যিকারের সাহসিকতা কাকে বলে। কীভাবে নিজের লক্ষ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাও উনার জীবন থেকে শিক্ষনীয়।”
এর পাশাপাশি এশিয়ান গেমসে ভারতের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই সাফল্যের জন্য এশিয়ার গেমসের অ্যাথলিটদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
বিজেপির শীর্ষস্থানীয় নেতা এবং মোদীর সরকারের মন্ত্রীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিধানসভা ভোটের প্রচারে ছত্তীসগঢ়ে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রায়পুরে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়েই মন কি বাত শুনেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন কি বাত শুনেছেন হিমাচল প্রদেশ থেকে। অপর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওশিয়ার ভুবনেশ্বর থেকে মন কি বাত শুনেছেন।