তিরুবনন্তপুরম: কেরলে পরপর বিস্ফোরণে (Kerala Serial Blast) উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিস্ফোরণের খবর পেয়েই ফোন করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)-কে। গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সরকারি সূত্রে খবর, বিস্ফোরণের তদন্তভার তুলে দেওয়া হচ্ছে এনআইএ (NIA)-র হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই দিল্লি থেকে কেরলে রওনা দিয়েছে এআইএ-র দল। অন্যদিকে, কংগ্রেস সাংসদ শশী থারুরও বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
রবিবার সকালেই কেরলের এর্নাকুলামে একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। ওই সময়ে কনভেনশন সেন্টারে ধর্মীয় প্রার্থনাসভা চলছিল। উপস্থিত ছিলেন কমপক্ষে ২ হাজার জন। প্রার্থনা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রথম বিস্ফোরণ হয়। কয়েক মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। কনভেনশন সেন্টারের ভিতর থেকে যখন পালানোর চেষ্টা করছিলেন সকলে, তখন কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর আরও দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ১ মহিলার মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৬ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
National Security Guard (NSG) has rushed one of its bomb disposal units from Delhi to Kerala to collect and inquire about the materials used in the explosion that took place at Zamra International Convention and Exhibition Centre in the Kalamassery area in Ernakulam district… https://t.co/jIJZEJgQ38
— ANI (@ANI) October 29, 2023
বিস্ফোরণের খবর পাওয়ার পরই উদ্বেগ প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এক্স হ্য়ান্ডেলে লেখেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সমস্ত শীর্ষ কর্তারা এর্নাকুলামে রয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন ডিজিপি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি আমরা। ডিজিপির সঙ্গে কথা হয়েছে। তদন্তের জন্য আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
পুলিশের তরফে জানানো হয়েছে, অল্প শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। কতবার বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। অন্যদিকে সরকারি সূত্রে খবর, বিস্ফোরণের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। কোচি ইউনিট ইতিমধ্য়েই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। দিল্লি থেকে ৫ সদস্যের একটি দল কেরলের উদ্দেশে রওনা দিয়েছে। পাশাপাশি এনএসজির টিমকেও পাঠানো হচ্ছে। অন্যদিকে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও রাজ্যের সমস্ত স্বাস্থ্যকর্মীদের জরুরি পরিষেবার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
Shocked and dismayed by the news of a bomb attack on a religious gathering in Kerala. https://t.co/orisy8neSD
I condemn it unreservedly & demand swift police action. But that’s not enough. To see my state falling prey to the mentality of killing and destruction is tragic. I urge…— Shashi Tharoor (@ShashiTharoor) October 29, 2023