রায়পুর: ফের মাও হামলায় মৃত্যু পুলিশকর্মীর। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের বাস লক্ষ্য করে হামলা। মৃত্যু হয়েছে তিন পুলিশকর্মীর, আহত হয়েছেন ১৬ জন। ওই বাসে ২৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। ছত্তিসগঢ়ের নারায়ণপুরের ঘটনা। বাস লক্ষ্য করে আইইডি হামলা হয়েছে বলে জানা গিয়েছে।
ছত্তিসগঢ়ের ডিজিপি ডিএম অবস্তী জানিয়েছেন, মাও দমনে এক বিশেষ অভিযান চালিয়ে ফিরছিল ওই পুলিশ বাহিনী। কেদেনার থেকে কানহারগাঁওয়ের দিকে যাচ্ছিল বাসটি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে আইটিবিপি জওয়ানদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভয়ঙ্কর পথদুর্ঘটনা মধ্য প্রদেশে! প্রাণ গেল ১৩ জনের
বস্তার, সুকমার মতো এলাকা বরাবরই মাও অধ্য়ুষিত। সেখানে মাওবাদী দমন অভিযান সারা বছর ধরেই চলে। মঙ্গলবারও বস্তারের নারায়ণপুরে অবুঝমাড় জঙ্গলে কনভয় নিয়ে অভিযান চালাচ্ছিলেন পুলিশকর্মীরা। কনভয়েতে ছিলেন মোট ২৪ জন। তাঁদের নিয়ে কনভয় এগোনোর পথে আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে। পুলিশের কনভয়টি অবুজমাড় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে অতর্কিতে হামলা চালায় একদল মাওবাদী। আইইডি বিস্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।