বিগত টানা আটদিন ধরেই সিআরপিএফের কোবরা বাহিনী, ঝাড়খণ্ডের জাগুয়ার বাহিনী ও জেলা পুলিশ বাহিনী একসঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত লোহারদাগা-লাতেহারেই এই নকশাল দমন অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে, গতকালও জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী।
গতকালও মাওবাদী দমন অভিযান চালায় যৌথ বাহিনী। মাওবাদী কম্যান্ডার রবীন্দ্র গান্জুকে গ্রেফতার করাই প্রধান লক্ষ্য ছিল। জঙ্গলে প্রবেশ করতেই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এনকাউন্টার অভিযানে বাল গান্জু নিহত হয়। মাওবাদীদের অন্যান্য নেতারা পালিয়ে যায়।
জানা গিয়েছে, সংঘর্ষস্থল থেকে যৌথ বাহিনী বেশ কিছু বন্দুক সহ একাধিক অস্ত্রশস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস উদ্ধার করা হয়েছে। জঙ্গলের অন্দরেই মাওবাদীদের রেশনের ঘাঁটি ও বেশকিছু বাঙ্কারের খোঁজও পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীর বোমা বর্ষণে সেগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পর থেকেই মাওবাদীরা বারবার নিজেদের অবস্থান বদল করছিল। বিগত আটদিনে কমপক্ষে চারবার যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। প্রথম দুইদিনের অভিযানে তিনজন কোবরা জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বুলবুল গ্রাম ও তার আশেপাশের অঞ্চলে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। সেই ল্যান্ডমাইন বিস্ফোরণেই ওই তিনজন জওয়ান আহত হন।
আরও পড়ুন: PM Modi’s Greetings to KCR : আক্রমণের জবাব সৌজন্য! কেসিআরের জন্মদিনে দীর্ঘায়ু কামনা প্রধানমন্ত্রীর

