Maoist Leader Killed in Jharkhand: মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, কম্যান্ডারের জন্য পাতা ফাঁদেই পা দিল মাওবাদী নেতা!

Maoist Leader Killed in Jharkhand: রবীন্দ্র গান্জু নামক অপর এক মাওবাদী নেতা, যার মাথার দাম ২০ লক্ষ টাকা, তার খোঁজে ঝাড়খণ্ডের ওই জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। রবীন্দ্রকে ধরা সম্ভব না হলেও, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় বাল গান্জুর।

Maoist Leader Killed in Jharkhand: মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, কম্যান্ডারের জন্য পাতা ফাঁদেই পা দিল মাওবাদী নেতা!
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2022 | 12:38 PM

রাঁচী: মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, দীর্ঘ কয়েক বছর ধরেই চলছিল খোঁজ। অবশেষে নিকেশ করা হল ওই মাওবাদী নেতা(Maoist Leader)-কে। বুধবার ঝাড়খণ্ডের (Jharkhand) লোহারদাগার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়  বাল গান্জু নামক ওই মাওবাদী নেতার। সূত্রের খবর, রবীন্দ্র গান্জু নামক অপর এক মাওবাদী নেতা, যার মাথার দাম ২০ লক্ষ টাকা, তার খোঁজে ঝাড়খণ্ডের ওই জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী (Security Force)। রবীন্দ্রকে ধরা সম্ভব না হলেও, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় বাল গান্জুর।

বিগত টানা আটদিন ধরেই সিআরপিএফের কোবরা বাহিনী, ঝাড়খণ্ডের জাগুয়ার বাহিনী ও জেলা পুলিশ বাহিনী একসঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত লোহারদাগা-লাতেহারেই এই নকশাল দমন অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে, গতকালও জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী।

গতকালও মাওবাদী দমন অভিযান চালায় যৌথ বাহিনী। মাওবাদী কম্যান্ডার রবীন্দ্র গান্জুকে গ্রেফতার করাই প্রধান লক্ষ্য ছিল।  জঙ্গলে প্রবেশ করতেই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এনকাউন্টার অভিযানে বাল গান্জু নিহত হয়। মাওবাদীদের অন্যান্য নেতারা পালিয়ে যায়।

জানা গিয়েছে, সংঘর্ষস্থল থেকে যৌথ বাহিনী বেশ কিছু বন্দুক সহ একাধিক অস্ত্রশস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস উদ্ধার করা হয়েছে। জঙ্গলের অন্দরেই মাওবাদীদের রেশনের ঘাঁটি ও বেশকিছু বাঙ্কারের খোঁজও পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীর বোমা বর্ষণে সেগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পর থেকেই মাওবাদীরা বারবার নিজেদের অবস্থান বদল করছিল। বিগত আটদিনে কমপক্ষে চারবার যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। প্রথম দুইদিনের অভিযানে তিনজন কোবরা জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বুলবুল গ্রাম ও তার আশেপাশের অঞ্চলে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। সেই ল্যান্ডমাইন বিস্ফোরণেই ওই তিনজন জওয়ান আহত হন।

আরও পড়ুন: Congress Infighting Grows: অন্তর্দ্বন্দ্ব সামাল দিতেই হিমশিম খাচ্ছে কংগ্রেস, জি-২৩ নেতাদের পাশেই দাঁড়ালেন গুলাম 

আরও পড়ুন: PM Modi’s Greetings to KCR : আক্রমণের জবাব সৌজন্য! কেসিআরের জন্মদিনে দীর্ঘায়ু কামনা প্রধানমন্ত্রীর