Margaret Alva: ‘রাগ দেখানোর সময় নয়’, ‘সাহসের প্রতীক’ মমতাকে বিশেষ বার্তা মার্গারেট আলভার

Jul 22, 2022 | 6:17 PM

Margaret Alva: বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে। পরদিনই, শুক্রবার (২২ জুলাই) মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সিদ্ধান্তের সমালোচনা করলেন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের যৌথ প্রার্থী মার্গারেট আলভা।

Margaret Alva: রাগ দেখানোর সময় নয়, সাহসের প্রতীক মমতাকে বিশেষ বার্তা মার্গারেট আলভার
মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের প্রতি বিশে, বার্তা যৌথ বিরোধী প্রার্থী মার্গারেট আলভার

Follow Us

নয়া দিল্লি: বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে। পরদিনই, শুক্রবার (২২ জুলাই) মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সিদ্ধান্তের সমালোচনা করলেন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের যৌথ প্রার্থী মার্গারেট আলভা। উপরাষ্ট্রপতি নির্বাচন ‘অহং বা ক্রোধের সময় নয়’, এদিন একটি টুইট করে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি এই বার্তাই দিয়েছেন। টুইটে আলভা বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এটা, কী হলে কী হত সেই প্রশ্ন করার, অহং দেখানোর বা ক্রোধ প্রকাশের সময় নয়। এটা সাহস, নেতৃত্ব এবং ঐক্যের সময়। আমি বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাহসের প্রতীক, বিরোধীদের সঙ্গেই দাঁড়াবেন।’


মার্গারেট আলভার এই টুইটের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, ‘গতকালই আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, মার্গারেট আলভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভাল। তিনি দীর্ঘদিনের বর্ষিয়ান নেত্রী। তাঁকে প্রার্থী করা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনও আপত্তি নেই। কিন্তু, যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই যৌথ বিরোধী প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল, সেই পদ্ধতি নিয়ে আমাদের আপত্তি আছে। সেই কারণেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাছাড়া, উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট না দিলে বিরোধী ঐক্যে ফাটল ধরবে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না। কারণ আমরা ভোট না দিলেও ভোটের ফলাফল যা হওয়ার তাইই হবে। এতে বিরোধী ঐক্যের উপর কোনও প্রভাব পড়বে না।’

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের সঙ্গে একটি বৈঠক করেন। সূত্রের খবর, এরপরই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, উপরাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের দল সর্বসম্মতিক্রমে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় বা বিরোধী প্রার্থী মার্গারেট আলভার কাউকেই সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেসের ডায়মণ্ড হারবারের সাংসদ বলেন, ‘এনডিএ প্রার্থীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। সংসদের দুই কক্ষে আমাদের ৩৫ জন সাংসদ রয়েছে। এমন একটি দলের সঙ্গে সঠিক পরামর্শ ও আলোচনা ছাড়াই যেভাবে বিরোধী প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আমরা সর্বসম্মতভাবে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে ছিলেন। সেই সময়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর বিরোধ নিয়মিত রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সম্প্রতি ধনখড় এবং অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যতই বলুক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাদের এই সিদ্ধান্তে বিরোধী ঐক্য বড়মাপের ধাক্কা খেয়েছে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনেও শিবসেনা এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিরোধী ঐক্য ভেঙে এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছিল। রাষ্ট্রপতি-নির্বাচবনে প্রচুর ক্রসভোটিং-ও হয়েছে।

Next Article