Marriage: কাকে ছেড়ে কাকে রাখব, দুই গার্লফ্রেন্ডকে একই ছাদনাতলায় সিঁদুর পরালেন যুবক!

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 29, 2025 | 1:06 PM

Bizarre: সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল তাদের বিয়ের ছবি। সেখানে দেখা যাচ্ছে পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের উপস্থিতিতে ওই যুবক একসঙ্গে দুজনকে বিয়ে করছেন।

Marriage: কাকে ছেড়ে কাকে রাখব, দুই গার্লফ্রেন্ডকে একই ছাদনাতলায় সিঁদুর পরালেন যুবক!
দুই স্ত্রীর সঙ্গে স্বামী।
Image Credit source: X

Follow Us

হায়দরাবাদ: প্রেম মানে না কোনও বাধা। যুদ্ধে এবং প্রেমে সবই নায্য। তাই বলে দুইজনকে বিয়ে? তাও আবার একই মঞ্চে? হ্যাঁ, এমনটাই করে দেখালেন এক যুবক। তিনি নিজের দুই প্রেমিকাকে বিয়ে করলেন একসঙ্গে। দাঁড়িয়ে দেখল তিনজনের পরিবার।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কোমারাম ভীম আসিফাবাদ জেলায়। গুমনুর গ্রামের বাসিন্দা সূর্যদেব নামক এক যুবক একসঙ্গে প্রেমে পড়েন লাল দেবী ও ঝালকারি দেবীর। এবার কাকে ছেড়ে কাকে বিয়ে করবেন? এই কথা ভেবে সিদ্ধান্ত নেন দুজনকেই বিয়ে করবেন। একই অনুষ্ঠানে একসঙ্গে বিয়ে করলেন দুই প্রেমিকাকে। এমনকী, বিয়ের কার্ডেও দুই পাত্রীরই নাম ছাপিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল তাদের বিয়ের ছবি। সেখানে দেখা যাচ্ছে পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের উপস্থিতিতে ওই যুবক একসঙ্গে দুজনকে বিয়ে করছেন। জানা গিয়েছে, লাল দেবী ও ঝালকারি দেবী যখন জানতে পারেন তাদের পছন্দের পুরুষ একজনই, তখন সিদ্ধান্ত নেন যে তারা তিনজন একসঙ্গে থাকবেন। গ্রামবাসীদের প্রথমে আপত্তি থাকলেও, শেষ পর্যন্ত তারা রাজি হয়ে যান।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে ২০২১ সালে তেলঙ্গানাতেই আদিলাবাদে এক ব্যক্তি দুই মহিলাকে একই মণ্ডপে বিয়ে করেন। ২০২২ সালে ঝাড়খণ্ডের এক যুবক তাঁর দুই প্রেমিকাকে বিয়ে করেন।