লকডাউনে লুকিয়ে বিয়ে! শতাধিক দম্পতির বিয়েকে ‘অবৈধ’ ঘোষণা করবে রাজ্য সরকার

ঈপ্সা চ্যাটার্জী |

May 27, 2021 | 2:25 PM

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, লকডাউনের নিয়ম অমান্য করে গোপনে কমপক্ষে ১৩০টি বিয়ে হয়েছে চলতি মাসেই। এই সমস্ত বিয়েকেই অবৈধ বলে ঘোষণা করা হবে এবং দম্পতি, তাঁদের পরিবার ও পুরোহিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।

লকডাউনে লুকিয়ে বিয়ে! শতাধিক দম্পতির বিয়েকে অবৈধ ঘোষণা করবে রাজ্য সরকার
প্রতীকী চিত্র

Follow Us

ভোপাল: সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে জারি করা হয়েছিল লকডাউন (Lockdown)। সমস্ত সামাজিক অনুষ্ঠানেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে লুকিয়েই বিয়ে সেরেছিলেন শতাধিক দম্পতি। এ বার পাল্টা জবাব দিল প্রশাসনও। মধ্য প্রদেশ(Madhya Pradesh)-র একাধিক জেলা প্রশাসন জানাল, চলতি মাসে হওয়া সমস্ত বিয়েকে বাতিল ও অবৈধ বলে ঘোষণা করা হবে। দেওয়া হবে না বিয়ের শংসাপত্রও।

রাজ্যে আচমকাই করোনা সংক্রমণ বাড়ায় চলতি মাসে লকডাউন ঘোষণা করেছিল শিবরাজ সিংয়ের রাজ্য। কিন্তু প্রশাসনের নজর এড়িয়েই চলছিল বিয়ে। গোপনে বিয়ে করতে গিয়ে কমপক্ষে ৩০ জন গ্রেফতার হয়েছে বলেও জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক।

তবে লকডাউনের বিধি ভঙ্গ করায় এ বার মধ্য প্রদেশের বিভিন্ন জেলার ম্যারেজ রেজিস্টারের অফিসে এই সময়কালে যাঁরা বিয়ে করেছে, তাঁদের বিয়ের শংসাপত্র না দেওয়ার নির্দেশ দেওয়া হল। যদি এই নিয়ম ভঙ্গ করা হয়, তবে আধিকারিকদেরও ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় আটক করা হবে বলে জানানো হয়েছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, লকডাউনের নিয়ম অমান্য করে গোপনে কমপক্ষে ১৩০টি বিয়ে হয়েছে চলতি মাসেই। এই সমস্ত বিয়েকেই অবৈধ বলে ঘোষণা করা হবে এবং দম্পতি, তাঁদের পরিবার ও পুরোহিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।

আগামী ২৯ মে অবধি রাজ্যে লকডাউন জারি রয়েছে। সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আগামী মাস থেকেই ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে লকডাউনের বিধিনিষেধ যে কঠোর ভাবে মানতে হবে, তা আগেই জানিয়েছিলেন তিনি। এ বার বিধি ভঙ্গে শতাধিক দম্পতির বিয়েকেই মান্যতা দেওয়া হবে না বলে জানাল রাজ্য সরকার।

আরও পড়ুন: ‘মত প্রকাশের স্বাধীনতা খর্ব হতে পারে’, কেন্দ্রের ডিজিটাল নীতি পরিবর্তনে আলোচনার প্রস্তাব টুইটারের

 

Next Article