চেন্নাই: ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত আরও অনেকে। বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে বাজি কারখানা তো সম্পূর্ণ গুড়িয়ে যায়ই, পাশাপাশি আরও চারটি বাড়ি ভেঙে পড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শনিবার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধুনগর। ভেম্বাকোট্টি এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই সময় কারখানায় কাজ করছিলেন প্রায় ২০-৩০ জন শ্রমিক। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দুই শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও অনেকজন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পুলিশ ও ফরেন্সিক দল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা কারখানাই গুড়িয়ে গিয়েছে। উড়ে গিয়েছে ছাদ, দেওয়াল। আশেপাশের চারটি বাড়িও সম্পূর্ণ ভেঙে পড়েছে। জানা গিয়েছে, বাজি কারখানার মালিকের নাম বিজয়। ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাজির কেমিক্যাল মেশানোর সময়ই কিছু গড়বড় হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎসস্থল কারখানার মিক্সিং রুম বলেই মনে করা হচ্ছে। চারিদিকে দাহ্য পদার্থ থাকায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে।