Blast in Ordnance Factory: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ঝলসে গেলেন কমপক্ষে ১০ শ্রমিক
Ordnance Factory Blast: এই কারখানায় মূলত বিস্ফোরক ও বোমাই তৈরি হয়। পাশাপাশি বন্দুক ও অন্যান্য অস্ত্রও তৈরি হয়। মঙ্গলবার সকালে হঠাৎই কারখানায় জোরাল বিস্ফোরণ হয়। সেই সময় ভিতরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।
ভোপাল: মজুত ছিল প্রচুর বিস্ফোরক। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের দেহ আগুনে ঝলসে গিয়েছে। বিস্ফোরণের জেরে কারখানার একটা বড় অংশ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচেও শ্রমিকরা আটকে রয়েছেন বলে আশঙ্কা। ইতিমধ্যেই উদ্ধারকাজও শুরু হয়েছে।
এ দিন সকালেই মধ্য প্রদেশের জব্বলপুরে খামারিয়াতে অবস্থিত সেন্ট্রাল সিকিউরিটি ইন্সটিটিউট অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। এই কারখানায় মূলত বিস্ফোরক ও বোমাই তৈরি হয়। পাশাপাশি বন্দুক ও অন্যান্য অস্ত্রও তৈরি হয়। মঙ্গলবার সকালে হঠাৎই কারখানায় জোরাল বিস্ফোরণ হয়। সেই সময় ভিতরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কারখানার ভিতরে এখনও বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
#WATCH | Madhya Pradesh: A blast occurred at the filling section in Ordnance Factory Khamaria at Jabalpur. Around 8 injuries reported. Details awaited.
Visuals from the hospital where two of the injured people have been rushed to. pic.twitter.com/AnEVqCRJsJ
— ANI (@ANI) October 22, 2024
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বোমায় বারুদ ভরার প্রক্রিয়া চলাকালীন হাইড্রোলিক সিস্টেমে কোনও প্রকার সমস্যা দেখা দেয়। সেখান থেকেই ফ্যাক্টরির এফ-৬ সেকশনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরাল ছিল যে কারখানার আশেপাশের ৫ কিলোমিটার এলাকা থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভূমিকম্পের মতো মাটি কাঁপতে শুরু করেছিল। আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।
অর্ডিন্যান্স ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন আহতদের দেখতে। তবে কারখানার তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি।