EXPLAINED: খারিজিতে কি সত্যি জঙ্গি ‘চাষ’ হয়? জানুন বাংলার মাদ্রাসার মানচিত্র
Khariji Madrasa: হরিহরপাড়া থেকে আব্বাস আলি গ্রেফতার হওয়ার পর খারিজি মাদ্রাসা নিয়ে উঠছে প্রশ্ন। খারিজি মাদ্রাসাগুলির সরকারি অনুমোদন নেই। সরকারি অনুদানও নেই। অনুমোদন পেতে কী অনাগ্রহী খারিজি মাদ্রাসাগুলি? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

প্রশ্ন উঠেছে। রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। যুক্তি-পাল্টা যুক্তি। আক্রমণ-পাল্টা আক্রমণ। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আব্বাস আলি গ্রেফতার হওয়ার পর খারিজি মাদ্রাসা (খারিজির অর্থ বাহির। খারিজি মাদ্রাসাগুলির সরকারি অনুমোদন নেই। সরকার অনুদানও দেয় না।) ঘিরে নানা প্রশ্ন। মাদ্রাসা নিয়ে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের মন্তব্যে বিতর্ক বেড়েছে। জবাব দিয়েছেন এ রাজ্যের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তবে তাঁরও বক্তব্য, খারিজি মাদ্রাসাগুলিতে নিয়োগের আগে খোঁজখবর নেওয়া দরকার। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মাদ্রাসাগুলিতে কীভাবে পড়াশোনা হয়? খারিজি মাদ্রাসাগুলিতে কী পড়ানো হয়? খারিজি মাদ্রাসাগুলি সরকারি অনুমোদনের জন্য আবেদনে কি অনাগ্রহী? খারিজি মাদ্রাসা চালাতেন মুর্শিদাবাদ থেকে ধৃত আব্বাস আলি- গত ১৮ ডিসেম্বর মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আব্বাস আলিকে গ্রেফতার...





