AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire Broke out in Train: পরপর বিস্ফোরণ, লাইনচ্যুত হয়ে বীভৎস আগুন লেগে গেল ট্রেনে, লেলিহান শিখা উঠছে আকাশ পর্যন্ত

Train Fire: আগুন লাগার আগে ট্রেনটি লাইনচ্যুত হয় বলেও খবর। আগুনের লেলিহান শিখা আকাশের কয়েকফুট ওপর পর্যন্ত উঠেছে। 

Fire Broke out in Train: পরপর বিস্ফোরণ, লাইনচ্যুত হয়ে বীভৎস আগুন লেগে গেল ট্রেনে, লেলিহান শিখা উঠছে আকাশ পর্যন্ত
ট্রেনে আগুন।Image Credit: X
| Updated on: Jul 13, 2025 | 9:50 AM
Share

তিরুবনন্তপুরম: ভয়ঙ্কর কাণ্ড। ট্রেনে লেগে গেল আগুন। লেলিহান শিখা উঠছে কয়েক ফুট পর্যন্ত। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে।

জানা গিয়েছে, এ দিন সকালে তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে। পণ্যবাহী ট্রেন বা মালগাড়িতে করে অপরিশোধিত তেল নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই আগুন লেগে যায়। দাহ্য পদার্থ বোঝাই থাকায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনটি।

সাউথার্ন রেলওয়ে সূত্রে খবর, ডিপো থেকে তেল নিয়ে গন্তব্যে যাচ্ছিল পণ্যবাহী ট্রেনটি। তিরুভাল্লুরের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুই থেকে তিনটি কামরা লাইনচ্যুত হয়ে সম্পূর্ণ উল্টে যায়। এরপরই আগুন লাগে। ঘর্ষণের ফলে আগুনের ফুলকি কোনওভাবে ট্রেনের বগির ভিতরে, যেখানে তেল রাখা ছিল, তার মধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।

পরপর তিনটি বিস্ফোরণ হয়েছে বলে খবর। আগুনের লেলিহান শিখা আকাশের কয়েকফুট ওপর পর্যন্ত উঠেছে। যে ৪টি বগি বা ট্যাঙ্কারে আগুন লেগেছে, ইতিমধ্যেই সেগুলিকে আলাদা করা হয়েছে। তৎপরতার সঙ্গে চলছে আগুন নেভানোর কাজ।

অগ্নিকাণ্ডের ফলে ওভারহেড বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে রেলের তরফে।  চেন্নাই থেকে মাইসোর, বেঙ্গালুরু, কোয়েম্বাটোরগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ইতিমধ্যেই।