Fire: দমকলের আসতে দেরি, চোখের সামনেই শেষ সম্বলটুকু জ্বলে-পুড়ে ছাই হতে দেখল বস্তিবাসী

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 17, 2024 | 10:22 AM

Mumbai Fire: স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। আশেপাশের জলাধার থেকে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন ছড়িয়ে পড়ায় দমকলে খবর দেওয়া হয়। আগুন নেভাতে দমকলের ৯টিরও বেশি ইঞ্জিন হাজির হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Fire: দমকলের আসতে দেরি, চোখের সামনেই শেষ সম্বলটুকু জ্বলে-পুড়ে ছাই হতে দেখল বস্তিবাসী
আগুনে পুড়ে ছাই বাড়ি-দোকান।
Image Credit source: ANI

Follow Us

মুম্বই: ভোর রাতে ভয়াবহ আগুন। পুড়ে ছাই কমপক্ষে ১৫টি দোকান-বাড়ি। স্থানীয় বাসিন্দারাই আগে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পাওয়া মাত্রই পৌঁছয় দমকলের ইঞ্জিন। ৯টিরও বেশি ইঞ্জিন কয়েক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।

শনিবার ভোররাতে আগুন লাগে মুম্বইয়ের গোবান্দি বাইগানওয়াড়ির কাছে অবস্থিত একটি বস্তিতে। ঘিঞ্জি এলাকা হওয়ায় একের পর এক দোকান, বাড়িতে আগুন লেগে যায়। আতঙ্কে ঘরছাড়া হন শতাধিক মানুষ। কমপক্ষে ১৫টি দোকান ও বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে। প্লাস্টিক শিট, এলপিজি সিলিন্ডার, কাঠের সামগ্রীর মতো দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। আশেপাশের জলাধার থেকে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন ছড়িয়ে পড়ায় দমকলে খবর দেওয়া হয়। আগুন নেভাতে দমকলের ৯টিরও বেশি ইঞ্জিন হাজির হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কী থেকে বস্তিতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের কোনও কর্তাকেও দেখা যায়নি।

এর আগে শুক্রবার বোরিভালিতে একটি খোলা পার্কিং লটে আগুন লাগে। ২০টিরও বেশি বাইক পুড়ে যায় ওই অগ্নিকাণ্ডে।

Next Article