Landslide: রামবানে ভয়াবহ ধস, ফাটল ধরল রাস্তাতেও, ঘরছাড়া ১৩টি পরিবার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 20, 2023 | 7:57 AM

Jammu Kashmir Landslide: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই ধস নামতে শুরু করেছিল ওই গ্রামে। স্থানীয় একটি কবরস্থান ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে রবিবার দিনভর ধসে ১৩টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Landslide: রামবানে ভয়াবহ ধস, ফাটল ধরল রাস্তাতেও, ঘরছাড়া ১৩টি পরিবার
ভূমিধসের পর রাস্তায় ফাটল।

Follow Us

শ্রীনগর: হঠাৎ ধস উপত্যকায়। ধসের জেরে ভেঙে পড়ল ডজন খানেক বাড়িঘর। ঘরছাড়া হয়েছেন কমপক্ষে ১৩টি পরিবার। রবিবার ধস (Landslide) নামে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir)  রামবান (Ramban) জেলার একটি প্রত্যন্ত গ্রামে। ধসের জেরে ভেঙে পড়ে একাধিক ঘরবাড়ি।  কমপক্ষে ১৩টি পরিবারকে ঘরছাড়া হতে হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয় প্রশাসনের তরফে। জানা গিয়েছে, পাহাড় থেকে ধস নামার পরই গ্রামের সঙ্গে সংযোগকারী প্রধান সড়কে বড় ফাটল দেখা দিয়েছে। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের রামবান জেলা থেকে ৪৫ কিলোমিটার দূরে, গুল সাব ডিভিশনের অন্তর্গত দুকসার ডাল গ্রামে ভূমিধস নামে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তানভীর-উল-মাজিদ ওয়ানি জানান, শুক্রবার থেকেই ভূমিধস শুরু হয়েছিল। রবিবার সেই ধস বড় আকার ধারণ করে। পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। ধসের জেরে এখনও অবধি মোট ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের আপাতত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের তাঁবু, রেশন, কম্বলও দেওয়া হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনের তরফে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই ধস নামতে শুরু করেছিল ওই গ্রামে। স্থানীয় একটি কবরস্থান ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে রবিবার দিনভর ধসে ১৩টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই কবরস্থানটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। দেহ কবর দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা আপাতত অন্য একটি জায়গা ব্যবহার করছেন।

জানা গিয়েছে, ধস নামার পরই গ্রামের সঙ্গে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুল ও সঙ্গলদানের মধ্যে সংযোগকারী রাস্তায় বড় বড় ফাটল দেখা যায়। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্কারের কাজ শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন। বিকল্প রাস্তার ব্যবস্থা করারও চেষ্টা করা হচ্ছে।

Next Article