দেহরাদুন: কেদারনাথ যাত্রায় ভয়ঙ্কর বিপত্তি। ভয়াবহ ধস (Lamdslide) নামল গৌরীকুণ্ডের (Gourikund) কাছে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা, ভেঙে গিয়েছে পাহাড়ের কোলে গজিয়ে ওঠা একাধিক দোকান। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গিয়েছে, গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি নেমেছে উত্তরাখণ্ডে। এ দিন ভোরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাওয়ার রুটে গৌরীকুণ্ডের কাছে ব্যাপক ধস নামে। রুদ্রপ্রয়াগ বিপর্যয় ম্যানেজমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, কমপক্ষে ১০ থেকে ১২ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় কমপক্ষে তিনটি দোকান ভেঙে গিয়েছে।
Landslide on #Kedarnath yatra route: Many are feared buried in the debris of shops that are destroyed due to a major landslide near Gaurikund on the Kedarnath yatra route in Uttarakhand’s #Rudraprayag district. A team from the #SDRF has started the search and rescue operation. pic.twitter.com/SXtYPZX0GM
— Upendrra Rai (@UpendrraRai) August 4, 2023
রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসার দালিপ সিং রাজওয়ার বলেন, “ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে। আমাদের কাছে খবর মিলেছে যে ভারী বৃষ্টিপাত ও পাহাড় থেকে পাথর ভেঙে গড়িয়ে পড়ার কারণে কমপক্ষে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়। ধ্বংসস্তূপের নীচে ১০ থেকে ১২ জন আটকে পড়েছেন বলে খবর মিলেছে, কিন্তু তারা কোথায় আটকে রয়েছেন, তা এখনও জানা যায়নি।”
উল্লেখ্য়, কেদারনাথ যাত্রার বেস ক্যাম্প এই গৌরীকুণ্ড। সকল পুণ্যার্থীদেরই গৌরীকুণ্ড হয়ে কেদারনাথ মন্দিরে যেতে হয়। এমনিতেই ভারী বৃষ্টির কারণে এবার কেদারনাথে পুণ্যার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। ধসের জেরে এবার কেদারনাথ যাত্রা আপাতত বন্ধ হয়ে গেল।