নয়া দিল্লি : একাধিক দেশ এখন করোনা মোকাবিলায় বুস্টার ডোজ়ের (COVID 19 Booster Doses) দিকে ঝুঁকছে। ভারতে অবশ্য এখনও পর্যন্ত বুস্টার ডোজ় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী দিনে যে দুটি ডোজ়ের পর ফের বুস্টার ডোজ় নিতে বলা হতে পারে, এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন দিল্লি এইমের প্রধান রণদীপ গুলেরিয়া। বললেন, হতে পারে আগামী বছরে আমাদের করোনার বুস্টার ডোজ় নেওয়ার প্রয়োজন পড়ল। করোনার প্রথম দুটি ডোজ় কতদিন আমাদের ফের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়া বা মৃত্যু হওয়া আটকাতে পারে, তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বুস্টার ডোজ়ের।
রণদীপ গুলেরিয়া আজ বুস্টার ডোজ় প্রসঙ্গে জানিয়েছেন, “আমাদের কাছে এখনই সুনির্দিষ্ট কোনও উত্তর নেই। তবে আমরা একটি টাইমলাইনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা অ্যান্টিবডির উপর ভিত্তি করে বুস্টার ডোজ় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি না … বরং এটি সময়ের উপর ভিত্তি করে করা উচিত। অর্থাৎ, আপনি দ্বিতীয় ডোজ় পাওয়ার পরে কতদিন কেটেছে, তার উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী এক বছর পরে আমরা বুস্টার ডোজ় দেওয়া শুরু করার কথা ভাবতে পারি।”
তিনি আরও বলেন, “আমাদের আরও তথ্যের প্রয়োজন … ব্রিটেনে আমরা দেখছি করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু হাসপাতালে ভরতি হওয়া বা মৃত্যর সংখ্যা বাড়েনি। ব্রিটেনে ডিসেম্বর মাস থেকে (ভারতের এক মাস আগে) টিকা দেওয়া শুরু হয়। যদি হাসপাতালে ভরতি হওয়ার সংখ্যা সেভাবে না বাড়ে, তাহলে আমরা এখনও সুরক্ষিত। কিন্তু যদি ভাইরাস মিউট্যান্ট হতে থাকে এবং অনাক্রমতা কমতে থাকে, তাহলে এখন হোক বা পরে বুস্টার ডোজ় লাগবেই।”
তবে এখনই যে এমন কোনও পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে, তেমনটা মনে করছেন না দিল্লি এইমের প্রধান রণদীপ গুলেরিয়া। বলেন, এমনটা মনে করার কোনও কারণ নেই যে এখনই কোনও পরিষ্কার পরিকল্পনা রয়েছে … গোটা বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমি মনে করি আগামী বছর আমরা বুস্টার ডোজ় নিতে হতে পারে। বুস্টার ডোজ়ের ক্ষেত্রে প্রথমে যাঁরা বেশি দুর্বল, তাঁদের গুরুত্ব দেওয়া হবে। যাঁদের কোমর্বিডিটি রয়েছে এবং যাঁরা বয়স্ক, তাঁদের করোনায় ঝুঁকি বেশি। সেই কারণে, তাঁদের প্রাধান্য দেওয়া হবে বুস্টার ডোজ়ের সময়।
করোনা অতিমারি আমূল পরিবর্তন নিয়ে এসেছে আমাদের জীবনযাত্রায়। তবে কেবল জীবনযাত্রায় পরিবর্তনই নয়, আয়ুও কমিয়ে দিয়েছে এই মারণ সংক্রমণ। ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর পপুলেশন স্টাডিজের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে ভারতীয়দের গড় আয়ু প্রায় দুই বছর করে কমে গিয়েছে।
আরও পড়ুন : COVID-19: শুধু জীবনই নয়, করোনা ছিনিয়ে নিচ্ছে ভারতীয়দের গড় আয়ুর মেয়াদও! দাবি গবেষণায়