লখনউ: ভোট মিটতেই ফের পিসির উত্তরাধিকারী পদে ফিরলেন ভাইপো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, ভাইপো আকাশ আনন্দকে তার রাজনৈতিক উত্তরাধিকারীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বহুজব সমাজ পার্টির প্রধান, মায়াবতী। লোকসভা নির্বাচনে দলের হতশ্রী ফলের কয়েক সপ্তাহ পর, রবিবার (২৩ জুন) ফের আকাশ আনন্দকে দলের জাতীয় সমন্বয়ক পুনর্বহাল করলেন মায়াবতী। এদিন, দলের এই সিদ্ধান্ত জানান বসপা-র জাতীয় সাধারণ সম্পাদক, মেওয়ালাল গৌতম।
প্রসঙ্গত, গত ৭ মে, ২৮ বছর বয়সী আকাশ আনন্দকে এই পদ থেকে বরখাস্ত করেছিলেন বসপা প্রধান মায়াবতী। তরুণ ভাইপোর ‘রাজনৈতিক পরিপক্কতা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মায়াবতী বলেছিলেন, দলের জাতীয় সমন্বয়কের ভূমিকায় থাকার জন্য তাঁর আরও অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন। তিনি আরও জানিয়েছিলেন, আকাশ আনন্দের পরিবর্তে, তাঁর বাবা তথা মায়াবতীর ভাই আনন্দ কুমার এই দায়িত্ব গ্রহণ করবেন।
কিন্তু, পরিস্থিতি বদলে দিয়েছে লোকসভা নির্বাচনের ফল। চূড়ান্ত হতাশাজনক হয়েছে বসপার ফল। একসময় দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা মায়াবতীর দল এবারের নির্বাচনে একটি আসনও জিততে পারেনি। বসপা দলের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবারই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, মায়াহতীর দল জোট বেঁধেছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে। উত্তর প্রদেশের ৮০টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে জয় পেয়েছিল তারা। এবার বিজেপির নেতৃত্বাধীন এডিএ, বা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া – কোনও জোটেই ছিলেন না মায়াবতী।
বর্তমানে সব দলই লোকসভা নির্বাচনে তাদের পারফরম্যান্সের পর্যালোচনা করছে। বসপাও পিছিয়ে নেই। এদিন এই রকমই এক পর্যালোচনা সভায় আকাশ আনন্দকে ফের জাতীয় সমন্বয়কের পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সভায় মায়াবতী তো ছিলেনই, এছাড়াও বসপার শীর্ষস্থানীয় নেতারা, দলের সমন্বয়কারীরা এবং উত্তর প্রদেশের প্রতিটি জেলার সভাপতিরা উপস্থিত ছিলেন। গত বছরের ১০ ডিসেম্বর, প্রথমবার মায়াবতী আকাশ আনন্দকে তাঁর উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছিলেন। লন্ডন থেকে এমবিএ করা আকাশ আনন্দই, বসপা দলকে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারবে বলে জানিয়েছিলেন মায়াবতী।