নয়া দিল্লি: উথাল-পাতাল হচ্ছে সিরিয়া। ক্ষমতা দখল করতে উদ্যত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশ জুড়ে অরাজকতা এই পরিস্থিতিতে। সিরিয়ায় থাকা ভারতীয়দের নিয়ে চরম উদ্বেগে ছিল কেন্দ্র। ক্ষমতা হাতবদল শুরু হতেই তড়িঘড়ি ভারতীয়দের উদ্ধার করে আনল সরকার।
সিরিয়ায় সঙ্কটের মাঝেই সে দেশে থাকা ৭৫ জন ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করে আনল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দামাস্কাস ও বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। পরিস্থিতি ও নিরাপত্তা পর্যালোচনা করেই ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে উদ্ধার করে আনা হয়েছে।
Embassy of India, Beirut tweets, “All 75 Indian nationals evacuated from Syria including 44 ‘zaireen’ from Jammu & Kashmir who were stranded at Saida Zainab, have now reached Beirut. Ambassador Noor Rahman Sheikh received them upon their arrival in Beirut. They will return by… pic.twitter.com/EHWqJILKnY
— ANI (@ANI) December 11, 2024
বিদেশ মন্ত্রক জানিয়েছে, সিরিয়া থেকে উদ্ধার করে লেবাননে আনা হয়েছে। সেখান থেকে তারা কমার্শিয়াল ফ্লাইটে ভারতে ফিরে আসবেন। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা কর্মসূত্রে সিরিয়া গিয়েছিলেন। তারা সাইদা জ়াইনাবে আটকে ছিলেন। তাদেরও ঝুঁকি নিয়ে উদ্ধার করে আনা হয়েছে।
প্রসঙ্গত, শনিবারই ভারত সরকারের তরফে সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছিল। যাদের পক্ষে সম্ভব, তাদের অবিলম্বে দেশ ছেড়ে ভারতে ফিরে আসতে বলা হয়েছিল। সিরিয়ায় কমপক্ষে ৯০ জন ভারতীয় ছিলেন। যারা ফিরতে পারেননি, তাদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।