INDIA Bloc: ভোটের তিনদিন আগেও তালিকা থেকে নাম বাদ, ইভিএম কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্ডিয়া জোট

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 11, 2024 | 9:09 AM

EVM Tampering: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই মহা বিকাশ আগাড়ি জোট অভিযোগ তুলেছিল ইভিএম কারচুপির। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট।

INDIA Bloc: ভোটের তিনদিন আগেও তালিকা থেকে নাম বাদ, ইভিএম কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্ডিয়া জোট
রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের নেতারা।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: গলায় বিঁধছে মহারাষ্ট্রের বিপর্যয়। ভোটের হার কিছুতেই মানতে পারছে না ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইন্ডিয়া জোট।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই মহা বিকাশ আগাড়ি জোট অভিযোগ তুলেছিল ইভিএম কারচুপির। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শরদ পওয়ারের বাড়িতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে।

বৈঠকে উপস্থিত ইন্ডিয়া জোটের নেতা তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। এছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এনসিপি নেতা প্রশান্ত জগপত জানান, তারা ইভিএম কারচুপি নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাবেন। নির্বাচন হওয়ার তিন দিন আগেও ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন নাম সংযোজন করা হয়েছে। তাদের কাছে এর সাপেক্ষে প্রমাণ রয়েছে।

শুধু মহারাষ্ট্র নয়, হরিয়ানা বিধানসভা নির্বাচনেও এই কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন। জয় নিশ্চিত ভেবে যেখানে কংগ্রেস জিলিপি বিলি করা শুরু করেছিল, সেখানেই হঠাৎ ভোটের ফল বদলে যায়। একাধিক কারচুপির কারণে লোকসভা থেকে বিধানসভার ফল সম্পূর্ণ অন্যরকম হয়েছে বলে দাবি।

Next Article