Suvendu Adhikari: ‘বউয়ের শাড়ি কেন, দম থাকলে হার্টের রিংটা খুলে দেখান’, নতুন বছরে ‘সিনেমা’ দেখানোর হুঙ্কার শুভেন্দুর

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 11, 2024 | 9:44 AM

Bangladesh: মৌলবাদীরা হুঙ্কার দিচ্ছে কলকাতা, আগরতলা দখলের। একসঙ্গে সুর চড়াচ্ছে ভারতীয় পণ্য বর্জন নিয়েও। বিএনপি নেতা রুহুল কবীর রিজভি তাঁর স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়েছিলেন। এবার পোড়ালেন বেডশিট।

Suvendu Adhikari: বউয়ের শাড়ি কেন, দম থাকলে হার্টের রিংটা খুলে দেখান, নতুন বছরে সিনেমা দেখানোর হুঙ্কার শুভেন্দুর
রিজভিকে পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর।
Image Credit source: X

Follow Us

ঘোজাডাঙা (উত্তর ২৪ পরগণা) :  বাংলাদেশ ডাক দিয়েছে ভারতীয় পণ্য বর্জনের। প্রতিবেশী দুই দেশের মধ্যে যখন চাপান-উতোর চলছে, সেই সময় বিএনপি নেতা রুহুল কবীর রিজভি পুড়িয়েছিলেন স্ত্রীর শাড়ি। এবার তাঁকে পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ করে বললেন, “সাহস থাকলে হার্টের রিংটা খুলে দেখান।”

ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্বিচারে অত্যাচার চলছে। এই নিয়ে ভারত গর্জে উঠতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে মৌলবাদীরা। হুঙ্কার দিচ্ছে কলকাতা, আগরতলা দখলের। কেউ আবার এক ধাপ এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক দিয়েছে। একসঙ্গে সুর চড়াচ্ছে ভারতীয় পণ্য বর্জন নিয়েও।

সম্প্রতিই বিএনপি নেতা রুহুল কবীর রিজভি তাঁর স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়েছিলেন। এবার পোড়ালেন বেডশিট। মঙ্গলবার রিজভি রাজস্থানের জয়পুর টেক্সটাইলের বেডশিটে আগুন ধরিয়ে বলেন যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বেডশিট পোড়াচ্ছি। ভারতীয় পণ্য বর্জন করুন।

বিএনপি নেতার হুমকির পাল্টা জবাবেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রিজভিকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আক্রমণ করেন। ঘোজাডাঙা সীমান্ত থেকে দাঁড়িয়ে বলেন, “স্ত্রীর শাড়ি পোড়াচ্ছেন। ক’দিন আগে কলকাতা থেকে হার্টে যে রিংটা লাগিয়েছিলেন, সাহস থাকলে সেটা খুলে ফেলে দেখান। সেই সাহস নেই।”

শুভেন্দু আরও বলেন, “ঘোজাডাঙাতে ট্রেলার দেখালাম, চিন্ময় প্রভুর মুক্তি না হলে, হিংসা বন্ধ না হলে, নতুন বছরে সিনেমা দেখাব।”

শুধু শুভেন্দু নন, ভারতীয় পণ্য বয়কটের ডাক নিয়ে এই জবাব দিয়েছেন অনেকেই। ভারতে এসে যে পেসপেকার লাগিয়ে যান, দম থাকলে সেটা খুলে দেখান।

Next Article