AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheetah: পাঁচ স্ত্রী, তিন পুরুষ- দেখুন নামিবিয়া থেকে ভারতে আসা আট চিতার ছবি

Cheetah from Namibia: আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে আসবে আটটি চিতা। আটটি চিতার মধ্যে পাঁচটি চিতা মহিলা। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হবে ওই চিতাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জন্মদিনে ওই চিতাদের ছাড়া হবে জাতীয় উদ্যানে। এক নজরে দেখে নিন সেই চিতাদের।

| Edited By: | Updated on: Sep 17, 2022 | 9:30 AM
Share
১৯৫২ সালে চিতা বিলুপ্ত হয়ে যায় ভারত থেকে। যে আটটি চিতা আনা হচ্ছে, তার মধ্যে তিনটি পুরুষ চিতা। এর মধ্যে দুটি পুরুষ চিতার বয়স সাড়ে পাঁচ বছর। ছবিতে সাড়ে পাঁচ বছর বয়সি পুরুষ চিতার একটি।

১৯৫২ সালে চিতা বিলুপ্ত হয়ে যায় ভারত থেকে। যে আটটি চিতা আনা হচ্ছে, তার মধ্যে তিনটি পুরুষ চিতা। এর মধ্যে দুটি পুরুষ চিতার বয়স সাড়ে পাঁচ বছর। ছবিতে সাড়ে পাঁচ বছর বয়সি পুরুষ চিতার একটি।

1 / 8
ওই পুরুষ চিতারা ছিল নামিবিয়ার ওটজিয়ারঙ্গ সংরক্ষিত এলাকায়। ২০২১ সালের জুলাই থেকে সেখানেই ছিল সমবয়সি দুই চিতা। ছবিতে সাড়ে পাঁচ বছর বয়সি পুরুষ চিতার দ্বিতীয়টি।

ওই পুরুষ চিতারা ছিল নামিবিয়ার ওটজিয়ারঙ্গ সংরক্ষিত এলাকায়। ২০২১ সালের জুলাই থেকে সেখানেই ছিল সমবয়সি দুই চিতা। ছবিতে সাড়ে পাঁচ বছর বয়সি পুরুষ চিতার দ্বিতীয়টি।

2 / 8
এই চিতাটির বয়স সাড়ে চার বছর। এটিও একটি পুরুষ চিতা। এরিন্ডি প্রাইভেট গেম রিজার্ভে ২০১৮ সালের মার্চ থেকে রয়েছে।

এই চিতাটির বয়স সাড়ে চার বছর। এটিও একটি পুরুষ চিতা। এরিন্ডি প্রাইভেট গেম রিজার্ভে ২০১৮ সালের মার্চ থেকে রয়েছে।

3 / 8
স্ত্রী চিতাদের মধ্যে ২টি চিতার বয়স পাঁচ বছর। এই চিতাটিকে প্রথম দেখা যায় ২০১৭ সালে। নামিবিয়ার গোবাবিসে। ২০১৮ সালে অসুস্থ হওয়ার পর তাকে উদ্ধার করে সিসিএফ কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল।

স্ত্রী চিতাদের মধ্যে ২টি চিতার বয়স পাঁচ বছর। এই চিতাটিকে প্রথম দেখা যায় ২০১৭ সালে। নামিবিয়ার গোবাবিসে। ২০১৮ সালে অসুস্থ হওয়ার পর তাকে উদ্ধার করে সিসিএফ কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল।

4 / 8
ছবিতে পাঁচ বছরের স্ত্রী চিতা। এটিকে নামিবিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে পাওয়া গিয়েছিল। ২টি স্ত্রী চিতাকে একসঙ্গে রেখেছিল নামিবিয়া। তাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব রয়েছে।

ছবিতে পাঁচ বছরের স্ত্রী চিতা। এটিকে নামিবিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে পাওয়া গিয়েছিল। ২টি স্ত্রী চিতাকে একসঙ্গে রেখেছিল নামিবিয়া। তাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব রয়েছে।

5 / 8
এই স্ত্রী চিতা আট চিতার মধ্যে সবথেকে কমবয়সি। ২ বছরের এই স্ত্রী চিতাকে গোবাবিস শহরের কাছেই পাওয়া গিয়েছিল।

এই স্ত্রী চিতা আট চিতার মধ্যে সবথেকে কমবয়সি। ২ বছরের এই স্ত্রী চিতাকে গোবাবিস শহরের কাছেই পাওয়া গিয়েছিল।

6 / 8
এই স্ত্রী চিতা ৩-৪ বছর বয়সি। সিসিএফ-এর ফার্মেই বেড়ে উঠেছে এই চিতা।

এই স্ত্রী চিতা ৩-৪ বছর বয়সি। সিসিএফ-এর ফার্মেই বেড়ে উঠেছে এই চিতা।

7 / 8
এই স্ত্রী চিতা ২০২০ সালের এপ্রিলে এরিন্ডি প্রাইভেট গেম রিজার্ভে জন্মেছিল।

এই স্ত্রী চিতা ২০২০ সালের এপ্রিলে এরিন্ডি প্রাইভেট গেম রিজার্ভে জন্মেছিল।

8 / 8