ফাইল চিত্র
অ্যান্টিগুয়া: স্নায়ুরোগে ভুগছেন, সেই কারণেই চলতি সপ্তাহের সোমবার অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন পিএনবি দুর্নীতিকাণ্ডের প্রধান অভিযুক্ত মেহুল চোকসি। শারীরিক সমস্যাকে হাতিয়ার করে জামিন পেলেও এখনই তিনি দেশ ছাড়তে পারবেন না। সেই কারণে বুধবার তিনি ফিরে এলেন অ্যান্টিগুয়াতেই।
সোমবারই শারীরিক সমস্যার কারণে ভারত থেকে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে অন্তর্বর্তী জামিন দেয় ডমিনিকা আদালত। চোকসির আইনজীবীরা জানিয়েছিলেন, হৃৎযন্ত্রে সমস্যা ও মধুমেহ রয়েছে চোকসির। একইসঙ্গে তিনি স্নায়ুর সমস্যাও ভুগছেন। তাই তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন। জেলবন্দি অবস্থায় সেই চিকিৎসা সম্ভব নয়। এরপরই আদালত চিকিৎসার জন্য তাঁকে অ্যান্টিগুয়ায় ফেরার অনুমতিও দেয়।
২০১৮ সালে প্রায় ২০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী মামা-ভাগ্নের বিপুদ্ধে। একদিকে, মেহুল চোকসি যেমন ভারত থেকে পালিয়ে অ্যান্টিগুয়ায় গা ঢাকা দেন, অন্যদিকে, নীরব মোদীকেও শেষবার সুইজ়ারল্যান্ডে দেখা যায়। গত ২৬ মে অ্যান্টিগুয়া থেকে কিউবা পালানোর সময় ডমিনিকা পুলিশের হাতে ধরা পড়ে যান মেহুল চোকসি। ভারতের তরফে তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করা হলেও ডমিনিকা আদালতে মামলা চলার কারণে এখনও তাঁর প্রত্যার্পণ আটকে। আরও পড়ুন: চিনের সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে বাধা, রাগে প্রতিরক্ষা কমিটির বৈঠক ছাড়লেন রাহুল