নয়া দিল্লি: প্রতিরক্ষা কমিটির বৈঠকে ডাক পেয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু চিন ইস্যু নিয়ে কথা বলতে না দেওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। তাঁর পিছু নেন সংসদের আরও কিছু সদস্য, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
বুধবার দুপুর তিনটে নাগাদ প্রতিরক্ষা বিষয়ক ওই বৈঠকটি ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদও। সেই বৈঠকেই রাহুল গান্ধী ফের একবার চিন ইস্যু নিয়ে কথা বলতে চান। চিনের আগ্রাসন নীতির জবাবে ভারতের অবস্থান কী, সে বিষয়েও জানতে চান তিনি। কিন্তু বৈঠকে এই বিষয়ে কথা বলতে মানা করা হলেই রেগে যান রাহুল গান্ধী। বেরিয়ে যান বৈঠক ছেড়ে। তাঁর পিছু নেন কংগ্রেসের একাধিক সাংসদ।
গতবছর থেকেই চিন ও লাদাখ ইস্যু নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। বিভিন্ন সময়ে তিনি দাবি করেছেন যে, চিন ভারতের মাটি দখল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কিছু জেনেও চুপ রয়েছেন কারণ তিনি চিনকে ভয় পান। যদিও বিজেপির তরফে বারংবার এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। পাল্টা তোপ দাগা হয়েছে রাহুল গান্ধীকে। এ দিনের বৈঠকেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতেই রাগে বৈঠক ছেড়ে চলে যান তিনি।
জানা গিয়েছে, আসন্ন বাদল অধিবেশনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। সনিয়া গান্ধীর নেতৃত্বে যে সংসদীয় কৌশল বৈঠক করা হয়, তাতে চিনের সঙ্গে সীমান্ত সমস্য়া নিয়েও কথা বলা হবে বলে জানানো হয়েছে। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে কংগদ্রেসের জোটসঙ্গীদের সঙ্গে এ বিষয়ে কথা বলতেও নির্দেশ দেওয়া হয়েছে। পেট্রপণ্যের মূলবৃদ্ধি, টিকা সঙ্কট, বেকারত্ব, রাফাল বিতর্ক সহ একাধিক বিষয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন: রাষ্ট্রপতির আসনের দৌড়ে কি নাম লিখিয়েছেন শরদ পাওয়ার? তিনি বললেন…