AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

e-challan Scam: ট্রাফিক আইন ভাঙার জরিমানা দিতে গিয়ে হতে হচ্ছে সর্বস্বান্ত! সতর্ক থাকুন ই-চালান কেলেঙ্কারি থেকে

e-challan Scam: প্রতারকরা একটি টেক্সট বার্তা পাঠাচ্ছে। যা দেখে মনে হবে সেটা ট্রাফিক পুলিশের কাছ থেকেই এসেছে। সেখানে নাগরিকদের ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে জানানো হচ্ছে, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কিছু টাকা জরিমানা দিতে হবে।

e-challan Scam: ট্রাফিক আইন ভাঙার জরিমানা দিতে গিয়ে হতে হচ্ছে সর্বস্বান্ত! সতর্ক থাকুন ই-চালান কেলেঙ্কারি থেকে
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 9:19 AM
Share

নয়া দিল্লি: গাড়ি বা বাইক আছে? হঠাৎ মোবাইলে টেক্সট মেসেজ এল ট্রাফিক পুলিশের কাছ থেকে। আপনি কোনও আইন ভেঙেছেন, তাই জরিমানা করা হয়েছে। দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি জরিমানার টাকাটা মেটাতে গেলেন, আর তাতেই পড়ে গেলেন জালিয়াতদের ফাঁদে। জরিমানা দিতে গিয়ে হতে হবে সর্বস্বান্ত! এটা কোনও কাল্পনিক কাহিনি নয়, ট্রাফিকের ই-চালানই এখন জালিয়াতদের নয়া অস্ত্র হয়ে উঠেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (MeitY) থেকে ই-চালান কেলেঙ্কারীর বিষয়ে সতর্ক করা হয়েছে নাগরিকদের। মন্ত্রকের তথ্য নিরাপত্তা সচেতনতা (ISEA) বিভাগ জানিয়েছে, দেশের অনেক জায়গায় এই ধরনের সাইবার ক্রাইম বেড়ে গিয়েছে। সেই প্রেক্ষিতেই নাগরিকদের জাল ই-চালান স্ক্যামের শিকার না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে!

ই-চালান কেলেঙ্কারী কি?

প্রতারকরা একটি টেক্সট বার্তা পাঠাচ্ছে। যা দেখে মনে হবে সেটা ট্রাফিক পুলিশের কাছ থেকেই এসেছে। সেখানে নাগরিকদের ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে জানানো হচ্ছে, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কিছু টাকা জরিমানা দিতে হবে। বার্তাগুলির সঙ্গে থাকছে একটি লিঙ্ক। গ্রাহককে সেই লিঙ্কে ক্লিক করে জরিমানার টাকা মেটাতে বলা হচ্ছে। কিন্তু, সেই লিঙ্কে ক্লিক করলেই একটি ভুয়ো বা জাল ওয়েবসাইটে খুলে যাচ্ছে। সাইটটি দেখতে অবিকল সরকারি ট্রাফিক পুলিশের সাইটের মতো। এই জাল সাইটে নাগরিকদের তাঁদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য দিতে বলা হচ্ছে। আর এভাবেই সাইবার অপরাধীরা তাঁদের মোবাইল ফোন দূর থেকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছে। একবার তা পেয়ে গেলে, দুর্বৃত্তরা দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ডের তহবিল ফাঁকা করে দিচ্ছে।

কীভাবে চিনবেন আসল ই-চালান ওয়েবসাইট?

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জরিমানার যে টেক্সট বার্তা পাঠানো হয়, তাতে ইঞ্জিন এবং চেসিস নম্বরের মতো গাড়ি সংক্রান্ত নির্দিষ্ট তথ্য থাকে। প্রথমে দেখে নিন, টেক্সট বার্তায় সেই তথ্যগুলি আছে কিনা। এবার আসা যাক ই-চালান ওয়েবসাইটের প্রসঙ্গে। ট্রাফিক আইন ভাঙার জরিমানা মেটানোর আসল ই-চালান ওয়েবসাইটের লিঙ্কটি হল – https://echallan.parivahan.gov.in/

প্রতারকরা যে সাইটটির লিঙ্ক পাঠায় সেটি হল – https://echallan.parivahan.in/

অর্থাৎ, কৌশলে তারা আসল লিঙ্কে থাকা ‘gov’ অংশটি সরিয়ে দেয়।

কাজেই এরপর থেকে ট্রাফিক আইন ভাঙার ই-চালান দিতে গেলে পেমেন্ট লিঙ্কটি ‘.gov.in’ দিয়ে শেষ হয়েছে কিনা, তা অবশ্যই দেখে নেবেন।

কীভাবে ই-চালান কেলেঙ্কারির হাত থেকে বাঁচবেন?

ই-চালান কেলেঙ্কারির শিকার না হতে চাইলে, কিছু দরকারি পদক্ষেপ করতে পারেন:

– আপনার এলাকায় একটি ই-চালান দেওয়ার সরকারি প্রক্রিয়াটি জেনে নিন

– সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে দূরে থাকুন

– ই-চালান-এর বার্তা পেলে, প্রথমে আপনার গাড়ির নম্বর লিখে ট্রাফিক পুলিশের সরকারি ওয়েবসাইটে ক্রস-চেক করে নিন

– আসল ই-চালান-এর বার্তা সরকারি সূত্র থেকেই আসে। তাই দেখে নিন প্রেরকের ইমেল অ্যাড্রেস বা এসএমএস নম্বরটি বৈধ কিনা

– আসল ই-চালানগুলির ক্ষেত্রে অর্থপ্রদানের জন্য আপনার পিন, পাসওয়ার্ড বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না

– যদি মনে করেন ই-চালান কেলেঙ্কারির ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে, সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। এতে আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও এই কেলেঙ্কারীর শিকার হওয়া থেকে রক্ষা পাবেন