Water Metro: গতিতে স্থলের মেট্রোকে হার মানাবে জলের মেট্রো? আর কী সুবিধা থাকবে ওয়াটার মেট্রোয়
Kochi: দেশের যে সব শহরে মেট্রো পরিষেবা চালু হয়েছে, সেগুলির অধিকাংশই ওয়াই পিলারের মধ্যে দিয়ে চলে। কলকাতা মেট্রোর একাংশ রয়েছে মাটির নীচে। এমনকি গঙ্গার তলদেশ দিয়েও মেট্রো ছুটবে কলকাতায়। কিন্তু জলের উপর দিয়ে মেট্রো এই প্রথম।
কোচি: দেশে শুরু হতে চলেছে প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা। কেরলের কোচিতে শুরু হতে চলেছে এই পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ এপ্রিল, মঙ্গলবার এই মেট্রোর উদ্বোধন করবেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হলে কেরলের জলপথ পরিবহণে আমূল পরিবর্তন আসবে। পর্যটকদের কাছেও তা আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন বামশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের যে সব শহরে মেট্রো পরিষেবা চালু হয়েছে, সেগুলির অধিকাংশই ওয়াই পিলারের মধ্যে দিয়ে চলে। কলকাতা মেট্রোর একাংশ রয়েছে মাটির নীচে। এমনকি গঙ্গার তলদেশ দিয়েও মেট্রো ছুটবে কলকাতায়। কিন্তু জলের উপর দিয়ে মেট্রো এই প্রথম। আসুন জেনে নিই ওয়াটার মেট্রো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ওয়াটার মেট্রো পরিষেবায় জলের উপর দিয়ে ট্রেন ছুটবে না। এই পরিষেবায় জলের উপর দ্রুত গতিতে ছুটবে হাইব্রিড ইলেকট্রিক নৌকা। প্রাথমিক ভাবে ৮টি ইলেট্রিক নৌকা ছুটবে। কোচি শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে এই নৌকা।
কোচি ওয়াটার মেট্রো শহর ও শহর সংলগ্ন ১০টি দ্বীপকে সংযুক্ত করবে।
কেরল সরকার ও জার্মান সংস্থা কেএফডব্লিউ এই প্রকল্পের জন্য অর্থ সরবরাহ করেছে।
কোচি ওয়াটার মেট্রো প্রকল্পে থাকবে মোট ৭৮ ইলেকট্রিক নৌকা। ৩৮ টার্মিনাল থাকবে।
প্রথম পর্যায়ে ওয়াটার মেট্রো চলবে হাই কোর্ট থেকে ভাইপিন পর্যন্ত এবং ভিট্টিলা থেকে কাক্কানাড় পর্যন্ত। কেরলর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাই কোর্ট থেকে ভাইপিন যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। ভিট্টিলা থেকে কাক্কানাড় পৌঁছতে সময় লাগবে ২৫ মিনিট। সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই মেট্রো।
কোচি ওয়াটার মেট্রোর ন্যূনতম ভাড়া হবে ২০ টাকা। নিত্যযাত্রীদের জন্য থাকবে মাসিক ও বার্ষিক টিকিট টাকার ব্যবস্থা। অ্যাপের মাধ্যমেও টিকিট টাকা যাবে।
ওয়াটার মেট্রোর নৌকা হবে বাতানুকুল। এই প্রকল্প তৈরিতে মোট খরচ ১ হাজার ১৩৭ কোটি টাকা।