নয়া দিল্লি: ফিফা বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ফ্রান্স বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এদিন, নির্ধারিত সময়ে ফলাফল ৩-৩ থাকার পর, পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। জয়ের পরই প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, “এটা ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে! ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন! টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লক্ষ লক্ষ ভারতীয় ভক্ত!” টুইটটিতে তিনি আর্জেন্টাইন প্রেসিডেন্ট অ্যালবার্তো ফার্নান্দেজকে ট্যাগও করেন প্রধানমন্ত্রী।
কাতারের লুসেল স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের খেলার পর ফলাফল ছিল, ৩-৩। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি দুই গোল করেন, ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করেন। ফ্রান্স পরাজিত হলেও, ফরাসী ফুটবল দলের খেলারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। টুইট করে তিনি বলেছেন, ফিফা বিশ্বকাপে উদ্যমী পারফরম্যান্সের জন্য ফ্রান্সকে অভিনন্দন! ফাইনালে ওঠার পথে তারাও তাদের দক্ষতা ও খেলোয়াড়়োচিত মনোভাবের মাধ্যমে ফুটবল ভক্তদের আনন্দ দিয়েছে। এই টুইটটিতে তিনি ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে ট্যাগ করেছেন।
This will be remembered as one of the most thrilling Football matches! Congrats to Argentina on becoming #FIFAWorldCup Champions! They’ve played brilliantly through the tournament. Millions of Indian fans of Argentina and Messi rejoice in the magnificent victory! @alferdez
— Narendra Modi (@narendramodi) December 18, 2022
রবিবার, বিশ্বকাপ ফাইনালের আগেই, মেঘালয়ের এক জনসভাতেই বক্তৃতা দিতে গিয়ে বিশ্বকাপের প্রসঙ্গ টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতও একদিন ফিফা বিশ্বকাপের মতো বড় ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করবে। মোদী বলেন, “আজ দুই দেশ কাতারে বিশ্বকাপ ফাইনাল খেলছে। আমি আপনাদের বলছি, ভারতও ফিফা বিশ্বকাপের মতো প্রতিযোগিতার আয়োজন করবে। তখন তেরঙ্গার জন্য উল্লাস করব আমরা।”
এটা ছিল মেসির পঞ্চম তথা শেষ বিশ্বকাপ। এটাই ছিল তাঁর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। কেরিয়ারে অনেক ট্রফি জিতলেও, এই আন্তর্জাতিক ট্রফিটি ছিল না তাঁর ক্যাবিনেটে। আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই ভারত জুড়ে মেসি ও আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস শুরু হয়ে যায়। আতশবাজি ফাটিয়ে, গাড়ির হর্ন বাজিয়ে, আনন্দে চিৎকার করে আর্জেন্টিনার জয় উদযাপন করেন তাঁরা।