নয়া দিল্লি: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বিশেষ স্বীকৃতি পেতে চলেছে ‘ওয়েব সিরিজ’। ‘ডিজিটাল’ ভারতে এখন কেনাকাটা থেকে সিনেমা দেখা, সবকিছুরই বদল এসেছে। দেশ-দুনিয়ার তথ্য এখন হাতের মুঠোয়। এই বদলে যাওয়া সময়ে ওয়েব সিরিজ-কে গুরুত্ব দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এবছর গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাই সেরা ওয়েব সিরিজ বেছে নিয়ে দেওয়া হবে পুরস্কার (BEST WEB SERIES AWARD)। মঙ্গলবার এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
ভারতের যে কোনও ভাষায় তৈরি ওয়েব সিরিজকে বেছে নেওয়া হতে পারে পুরস্কারের জন্য, যা কোনও ওটিটি প্লাটফর্মে প্রদর্শিত হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, গল্প বলার ভঙ্গি, প্রযুক্তিগত নৈপুণ্য, অভিনয়, সবদিক বিচার করেই এই পুরস্কার দেওয়া হবে। নতুন ভারতের না বলা অনেক গল্প আছে, সেগুলির উপর ভিত্তি করে সিরিজ তৈরির ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন মন্ত্রী।
এবছর গোয়ায় আয়োজিত হবে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই প্রথমবার এই পুরস্কার দেওয়া হবে। এবার থেকে প্রতি বছরই এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর।
প্রতি বছরই গোয়ায় অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র উৎসব। বিভিন্ন দেশের ছবি প্রদর্শিত হয় সেখানে। শুধু ছবি প্রদর্শন নয়, বিভিন্ন দেশের শিল্পের আদান-প্রদানই এই উৎসবের মূল উদ্দেশ্য, তা বলা চলে। এবছর কোন কোন ছবি ওই চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য মনোনীত হয়েছে, তা ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেই। সেই সব ছবির তালিকায় রয়েছে ‘ডার্লিংস’, ‘কান্তারা’, ‘পন্নিইন সেলভান ২’ ইত্যাদি।
Delighted to announce the BEST WEB SERIES AWARD @IFFIGoa to be presented to an exceptional web series for its artistic merit, storytelling excellence, technical prowess and overall impact.
India is filled with exceptional talent; I encourage you to tell the story of a rising and… pic.twitter.com/aOBdIwKmHa
— Anurag Thakur (@ianuragthakur) July 18, 2023