Minor Shot at Man : সাত মাসের আগের ঘটনার বদলা! বাবার ‘দোষীর’ উপর গুলি চালিয়ে ধৃত নাবালক

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 16, 2022 | 5:45 PM

Minor Shot at Man : সাতমাস আগে বাবাকে মেরেছিলেন ব্যক্তি। তার প্রতিশোধ নিতে প্রকাশ্য় দিবালোকে সেই ব্যক্তিকে গুলি করল নাবালক ছেলে।

Minor Shot at Man : সাত মাসের আগের ঘটনার বদলা! বাবার দোষীর উপর গুলি চালিয়ে ধৃত নাবালক
ছবি সৌজন্যে : ANI

Follow Us

নয়া দিল্লি : দিল্লির বুকে চার নাবালকের হাড় হিম করা ঘটনা। সাত মাস আগের ঘটনার প্রতিশোধ তুলল নাবালকেরা। শুক্রবার প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে গুলি করে নাবালকেরা। গুলি লেগে জখম হন ব্যক্তি। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে তাঁকে গুলি করা হয়। ইতিমধ্যেই চার নাবালককে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গিরপুরী পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

প্রকাশ্য দিবালোকে চার নাবালকের এই দস্যিপনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই মুহূর্তের ভিডিয়ো। সেই ভিডিয়োতেই প্রতি মুহূর্তে রহস্য উন্মোচন হতে দেখা গিয়েছে। দিল্লির জাহাঙ্গিরপুরীর H-4 ব্লকে একটি বন্ধ দোকানের সামনে বসেছিলেন ব্যক্তি। সেই সময় পাশ দিয়ে সেই ব্যক্তির দিকে যাচ্ছিল ৪ নাবালক। সাদা জামা একজনের হাতে ছিল পকেটে ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের পিস্তল। ব্যক্তির কাছে আসতেই অচকিতে পকেট থেকে সেই যন্ত্র বের করে ব্যক্তির একদন কানের কাছে গুলি করে নাবালক। কাজ শেষেই দে দৌড়। চারজনকেই দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় ঘটনাস্থল থেকে। জখম ব্যক্তিকে বিজেআরএম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পিসিআর থেকে বিকেল ৫ টা ১৫ নাগাদ এই শুটিংয়ের ঘটনায় জাহাঙ্গিরপুরী পুলিশ স্টেশনে ফোন যায়।

এই ঘটনায় শনিবার চার নাবালককে গ্রেফতার করেছে জাহাঙ্গিরপুরী থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারা (খুনের চেষ্টা) তে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত নাবালক জানিয়েছে, জখম ব্যক্তি সাত মাস আগে তার বাবাকে মেরেছিলেন। এতদিন ধরে প্রতিশোধের আগুন জ্বলছিল তার মধ্যে। তারপর সুযোগ বুঝে শুক্রবার সেই বাবার উপর হওয়ার প্রহারের প্রতিশোধ নিতেই সেই ব্যক্তির উপর গুলি চালিয়েছে নাবালক।

Next Article