VIDEO: উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, ৫ মিনিটের মধ্যেই ‘সরকারি মাছ’ লুঠ অতি-উৎসাহী জনতার!

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 21, 2024 | 12:47 PM

Fishes Looted: জনগণের দেখার জন্য একটি বায়োফ্লক ট্যাঙ্কে মাছ রাখা ছিল। মুখ্যমন্ত্রী বেরতেই মাছ দেখা ছেড়ে সবাই কাড়াকাড়ি শুরু করে মাছ লুঠ করতে। কেউ বায়োফ্লক ট্যাঙ্কের মধ্যেই ঝাঁপ দেন। মাছ লুঠ করতে গিয়ে কার্যত ওই ট্যাঙ্কই ভেঙে ফেলেন অতি-উৎসাহী জনতা।  

VIDEO: উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, ৫ মিনিটের মধ্যেই সরকারি মাছ লুঠ অতি-উৎসাহী জনতার!
মৎস প্রদর্শনীতে মাছ লুঠ।
Image Credit source: X

Follow Us

পটনা:  সোনা-দানা বা টাকা লুঠ হওয়া ‘স্বাভাবিক ঘটনা’, কিন্তু মাছ লুঠ হতে দেখেছেন? তাও আবার মৎস দফতরের! বিহারে যেন সবই সম্ভব… মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রদর্শনী। জনগণের দেখার জন্য কৃত্রিম জলাশয়ে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের মাছ। ফিতে কেটে মুখ্যমন্ত্রী বেরিয়ে যেতেই নিমেষে তুলকালাম। প্রদর্শনীর জন্য রাখা মাছই লুঠ করে নিয়ে গেল জনতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

ঘটনাটি ঘটেছে বিহারের সাহারসায়। মৎস দফতরের তরফে আয়োজন কা হয়েছিল একটি এগজিবিশনের।  শুক্রবার অনুষ্ঠানের  উদ্বোধনে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি ফিতে কাটেন, ঘুরে দেখেন প্রদর্শনী। তবে আসল ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী বেরনোর পর।

 

জনগণের দেখার জন্য একটি বায়োফ্লক ট্যাঙ্কে মাছ রাখা ছিল। মুখ্যমন্ত্রী বেরতেই মাছ দেখা ছেড়ে সবাই কাড়াকাড়ি শুরু করে মাছ লুঠ করতে। কেউ বায়োফ্লক ট্যাঙ্কের মধ্যেই ঝাঁপ দেন। মাছ লুঠ করতে গিয়ে কার্যত ওই ট্যাঙ্কই ভেঙে ফেলেন অতি-উৎসাহী জনতা।

কয়েকজনকে প্রশ্ন করা হলে, তারা বলেন, মুখ্যমন্ত্রীকে দেখতে নয়, তারা তো মাছ ধরতেই এসেছিলেন! অপেক্ষা ছিল মুখ্যমন্ত্রীর বিদায় নেওয়ার।

মৎস দফতরের এক আধিকারিক জানান, মুখ্যমন্ত্রীর জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, কিন্তু লাভের বদলে ক্ষতিই হয়ে গেল। মাছ তো লুঠ হয়েছেই, পাশাপাশি বায়ো-ট্যাঙ্কটিও ভেঙে গিয়েছে। প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

Next Article