নয়া দিল্লি: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে? এমনই জল্পনা শোনা যাচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই রাজ ঠাকরে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে MNS প্রধান কিছু জানাননি। তবে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের সঙ্গে রাজ ঠাকরেকে দিল্লির উদ্দেশে রওনা দিতে দেখা গিয়েছে। ফলে জল্পনা আরও জোরদার হয়েছে।
বর্তমানে বিজেপি ও এনসিপি-র সঙ্গে জোট সরকার রয়েছে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন একনাথ শিন্ডে। আর উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। MNS রয়েছে বিরোধী আসনে। বেশ কিছুদিন ধরে কোনও ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি MNS-কে। এর মধ্যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের তুতো ভাই রাজ ঠাকরের দিল্লি যাত্রার খবরে জোর জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, রাজ ঠাকরে শর্তসাপেক্ষে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন। অর্থাৎ বিজেপির সঙ্গে জোট করতে পারে তাঁর দল। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নিজের দলের (MNS) জন্য দুটি আসনের দাবি জানাতে পারেন। দুটি আসনের মধ্যে রয়েছে, দক্ষিণ মুম্বই ও সিরডি।
যদিও বিজেপির সঙ্গে জোট করা বা শর্ত আরোপের বিষয়ে মুখ খোলেননি রাজ ঠাকরে। দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কেবল বলেন, “আমি কী করব, সেটা এখনও জানি না। আমি কেবল বলতে পারি, দিল্লি এসেছি।” রাজ ঠাকরের এই মন্তব্যে রাজনৈতিক মহলের অনুমান, বিজেপি তাঁর শর্ত মানলেই পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন রাজ ঠাকরে।