Narendra Modi: দেশের বিভিন্ন স্টেশনকে সাজিয়ে তোলার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 07, 2023 | 1:51 PM

Rail Station Redevelopment: দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। হায়দরাবাদ শহরের গুরুত্বপূর্ণ স্টেশন সেকেন্দ্রাবাদ। এই স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

Narendra Modi: দেশের বিভিন্ন স্টেশনকে সাজিয়ে তোলার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী
নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভরসা ভারতীয় রেল (Indian Railway)। বিভিন্ন লোকাল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবার মাধ্যমে দেশকে জুড়েছে রেল। ভারতীয় রেলের পরিষেবা আরও উন্নত করতে সদা সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন সরকার। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। হায়দরাবাদ শহরের গুরুত্বপূর্ণ স্টেশন সেকেন্দ্রাবাদ। এই স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আগামী ৮ এপ্রিল শনিবার হায়দরাবাদ যাবেন মোদী। তখনই এই প্রকল্পের উদ্বোধন করবেন। তবে এই প্রকল্প মোটেই বিচ্ছিন্ন নয়। দেশের বিভিন্ন প্রান্তে থাকা গুরুত্বপূর্ণ স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে।

২০২১ সালের জুলাই মাসে গুজরাতের গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশনকে সাজানোর কাজের উদ্বোধন করেছিলেন মোদী। ২০২১ সালের নভেম্বরে ভোপালের কানি কমলাপতি স্টেশনের রিডেভেলপমেন্ট কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মে মাসে চেন্নাই এগমোর, রামেশ্বরম, কাটপাডি, কন্যাকুমারি এবং মাদুরাইয়ের মতো তামিলনাড়ুর একাধিক স্টেশন সাজিয়ে তোলার কাজের উদ্বোধন করেন মোদী। ২০২২ সালের জুন মাসে গুজরাতের উধনা, সুরাট, সোমনাথ এবং সবরমতী স্টেশনকে সাজিয়ে তোলার কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। একই মাসে কর্নাটকের বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট ও যশবন্তপুর স্টেশনের রিডেভেলপমেন্টের কাজ শুরু করেন। এর পাশাপাশি বিশ্বেশ্বরা রেলস্টেশনকে বিমানবন্দরের ঢঙে সাজিয়ে তোলার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম বাতানুকুল স্টেশন হিসাবে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই চলছে।

গত ২ বছরে দেশের বিভিন্ন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের জুলাই মাসে রাঁচী স্টেশনের কাজের সূচনা করেন মোদী। ২০২২ সালের সেপ্টেম্বরে কেরলের এর্নাকুলাম, এর্নাকুলাম টাউন এবং কোল্লাম স্টেশনের রিডেভেলপমেন্টের কাজ শুরু হয়। একই মাসে নয়াদিল্লি ও আহমেদাবাদ স্টেশনকে সাজিয়ে তোলার কাজেরও সূত্রপাত ঘটান প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনকে সাজিয়ে তোলার কাজেরও সূচনা করেছিলেন মোদী।

Next Article