নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদীর পদত্যাগের সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে ১৭তম লোকসভা। শুরু হয়ে গিয়েছে তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি। ২৯২ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এনডিএ, কিন্তু, বিজেপি আটকে গিয়েছে ২৪০ আসনে। এর ফলে, শরিকদের নিয়ে চলার বাধ্যবাধকতা চেপেছে মোদী সরকারের উপরে। শরিকরা পাশে না থাকলে, সরকারই থাকবে না। এই রাজনৈতিক বাধ্যবাধকতা ২০১৪ বা ২০১৯ সালে ছিল না। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কাজেই, ২০২৪-এর মোদী মন্ত্রিসভা যে ২০১৪ এবং ২০১৯-এর তুলনায় অনেকটাই আলাদা হবে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার মোদী মন্ত্রিসভায় শরিকদের অংশগ্রহণ অনেকটাই বাড়তে চলেছে। একই সঙ্গে, বিজেপি থেকেও বেশ কয়েকজন নতুন মুখ জায়গা পেতে পারে মন্ত্রিসভায়।
এনডিএ-তে মোট ২৪টি দল রয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে, এর মধ্যে ১৫টি দলের প্রার্থীরা লোকসভায় জায়গা করে নিয়েছেন। ২৪০ আসনে জিতে প্রথমে আছে বিজেপি। এরপর আছে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি (১৬), নীতীশ কুমারের জেডিইউ (১২), একনাথ শিন্ডের শিবসেনা (৭), চিরাগ পাসোয়ানের এলজেপি (আর) (৫) এবং জয়ন্ত চৌধুরীর আরএলডি (২)। ২০১৯-এ, এনডিএ শরিকদের প্রত্যেককে একটি করে মন্ত্রী পদ দিয়েছিল বিজেপি। কিন্তু এবার পরিস্থিতি পাল্টে গিয়েছে।
সূত্রের খবর, লোকসভার অধ্যক্ষের পদের দাবিতে অনড় টিডিপি। অন্তত আটটি গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছে টিডিপি। এর মধ্যে রয়েছে – নীতিন গডকরীর সড়ক-পরিবহন মন্ত্রক। এছাড়া, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি, গ্রামোন্নয়ন, নগরোন্নয়নের মন্ত্রক চাইছে টিডিপি। এছাড়া, অর্থ দফতরের একটি রাষ্ট্রমন্ত্রী পদও চেয়েছে তারা। টিডিপির জেনারেল সেক্রেটারি তথা তাঁর ছেলে, নাড়া লোকেশকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী করার শর্ত দিয়েছেন চন্দ্রবাবু। এছাড়া, কেন্দ্রে বিজেপিকে সমর্থন দেওয়ার পরিবর্তে অন্ধ্র প্রদেশের জন্য স্পেশাল প্যাকেজও চেয়েছেন তিনি। অমরাবতী শহর নির্মাণের জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দও চেয়েছেন তিনি। পোলাভরম প্রকল্পের জন্যও অতিরিক্ত আর্থিক বরাদ্দ চেয়েছেন তিনি।
এবার আসা যাক নীতিশ কুমারের কথায়। জেডিইউ-ও তিনটি মন্ত্রী পদের কমে সন্তুষ্ট হবে না বলে শোনা যাচ্ছে। তাঁর চাহিদা রেলমন্ত্রক, জলশক্তি এবং গ্রামোন্নয়ন মন্ত্রক। এছাড়া, নজর রয়েছে নীতিন গড়করির পরিবহন মন্ত্রকের দিকেও। বিহারের জন্যও স্পেশাল প্যাকেজ এর দাবি করছেন নীতিশ। এছাড়া, জেডিইউ চেয়েছে নীতিশকে এনডিএ-র আহ্বায়ক করা হোক। সেই সঙ্গে জেডিইউ নিশ্চয়তা চেয়েছে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী মুখ করে লড়তে হবে বিজেপি তথা এনডিএ-কে।
এর পাশাপাশি, সাতজন সাংসদ নিয়ে একনাথ শিন্ডের শিবসেনা তিনজন পূর্ণমন্ত্রী এবং দুজন রাষ্ট্রমন্ত্রীর পদ চেয়েছে। শোনা যা্ছে, ‘ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন’ মন্ত্রক চেয়েছেন চিরাগ পাসওয়ান। প্রসঙ্গত, এক সময় এই মন্ত্রক ছিল তাঁর বাবা রামবিলাস পাসওয়ানের হাতে। জেডিএস-এর কুমারস্বামী চেয়েছেন কৃষি মন্ত্রক। মন্ত্রক চেয়েছে আরএলডি-ও।