কলকাতা: হিংসা যেন থামছেই না। মণিপুর (Manipur) নিয়ে তপ্ত গোটা দেশ। প্রশ্নের মুখে সরকারের ভূমিকা। এদিকে এ বিষয়ে আলোচনা চেয়ে বারবারই কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করে আসছে বিরোধী দলগুলি। মণিপুরের হিংসা নিয়ে সংসদে আলোচনা চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাইছেন বিরোধীদের সহযোগিতা। চিঠি দিয়েছেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়্গেকে।
ইতিমধ্যেই সেই চিঠি টুইটারে পোস্ট করেছেন অমিত শাহ। সংসদে মণিপুর নিয়ে সুষ্ঠু ও গঠনমূলক আলোচনা হোক, চিঠিতে সে কথাই লিখেছেন অমিত শাহ। টুইটারে এই চিঠি পোস্ট করে অমিত শাহ লিখেছেন, ‘আজ আমি উভয় কক্ষের বিরোধী নেতাদের চিঠি লিখেছি। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুল খাড়্গেকে মণিপুর ইস্যু নিয়ে আলোচনায় তাঁদের সহযোগিতার জন্য আবেদন করেছি। সরকার মণিপুর ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে সব পক্ষের সহযোগিতা চায়। আমি আশা করি এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সকল পক্ষ সহযোগিতা করবে।’
Today, I wrote to the opposition leaders of both houses, Shri @adhirrcinc Ji of Lok Sabha, and Shri @kharge Ji of Rajya Sabha, appealing to them for their invaluable cooperation in the discussion of the Manipur issue.
The government is ready to discuss the issue of Manipur and… pic.twitter.com/IpGGtYSNwT
— Amit Shah (@AmitShah) July 25, 2023
প্রসঙ্গত, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বাদল অধিবেশনে জোর আওয়াজ তুলছেন বিরোধী শিবিরের সাংসদেরা। ফলে বিগত কয়েকদিন ধরে দফায় দফায় মুলতুবি হয়ে সংসদের দুই কক্ষই। এদিকে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ২৬ বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলেপমেন্টাল ইনক্লুসিভ অ্যালেয়ান্স বা ইন্ডিয়া জোট তৈরি করে ফেলেছে। সূত্রের খবর, এই বিরোধী জোটই এবার লোকসভায় মণিপুর ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। অন্যদিকে ইন্ডিয়া জোটকে এদিনই আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করে বিতর্ক বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মণিপুর ইস্যুতে অমিত শাহের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।