নয়া দিল্লি: ইন্ডিয়া এবং ভারত নিয়ে বিতর্ক তুঙ্গে। বিরোধী দলগুলির জোটের নাম ইন্ডিয়া রাখার পর থেকে এই বিতর্কের সূচনা হয়েছে। এবার, আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনকে ঘিরেও এই বিতর্ক উসকে উঠল। জি২০ উপলক্ষে সব রাজনৈতিক দলকে এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ইংরাজি ভাষায়, ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। এই নিয়ে কেন্দ্র তথা বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি কংগ্রেসের মিডিয়া প্রধান জয়রাম রমেশ। রাষ্ট্রপতির এই আমন্ত্রণপত্রের পরই রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, সংবিধানে দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার জন্য সংসদের বিশেষ অধিবেশনে রেজোলিউশন আনতে পারে সরকার। সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা। আর সেই জল্পনার পালে হাওয়া দিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব।
এদিন, হিমন্তবিশ্ব শর্মা টুইট করেন, “রিপাবলিক অব ভারত – আমি খুশি এবং গর্বিত যে আমাদের সভ্যতা সাহসের সঙ্গে অমৃতকালের দিকে এগিয়ে চলেছে।” অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই-কে বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব জানিয়েছেন, ভারতের সংবিধান প্রণেতারা সংবিধানে দুটি শব্দ রেখে ‘ভুল’ করেছেন। তিনি বলেন, অক্সফোর্ড অভিধানে ‘ইন্ডিয়া’কে গরিব ও অশিক্ষিত মানুষের দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ইংরেজরা তাদের ‘দাসত্বে’ থাকা দেশগুলিকে ‘ইন্ড’ বা ‘ইন্ডিয়া’ শব্দ দিয়ে চিহ্নিত করত। দাবির পক্ষে তিনি যুক্তি দিয়েছেন, ইন্দোনেশিয়া বা ইন্ডিয়ানার কাছাকাছি তো সিন্ধু নদী ছিল না, তাহলে এই জায়গাগুলির সঙ্গে ইন্ড শব্দ কীভাবে যুক্ত হল? দুই বিজেপি নেতার এই বক্তব্যের পরই আসন্ন বিশেষ অধিবেশনে দেশের নাম বদলানোর বিষয়ে একটি রেজোলিউশন আসতে পারে বলে জল্পনার পালে জোর হাওয়া লেগেছে।
REPUBLIC OF BHARAT – happy and proud that our civilisation is marching ahead boldly towards AMRIT KAAL
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 5, 2023
তবে, তার আগে বিতর্ক শুরু হয় জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ৯ সেপ্টেম্বর, রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণপত্র নিয়ে। প্রথাগতভাবে ইংরাজি ভাষায় আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়া লেখা হয়। তবে এই ক্ষেত্রে ‘প্রেসিডেন্ট অব ভারত” লেখা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া অভিযোগ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “এখন, সংবিধানের প্রথম অনুচ্ছেদে লেখা হবে, ‘ভারত, যা আগে ইন্ডিয়া ছিল, একটি যুক্তরাষ্ট্র।’ তিন আরও অভিযোগ করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরও আক্রমণ নেমে এসেছে। প্রসঙ্গত, সংবিধানের প্রথম অনুচ্ছেদে লেখা আছে: ‘ইন্ডিয়া, অর্থাৎ ভারত, একটি যুক্তরাষ্ট্র।’
৯, ১০ সেপ্টেম্বর নয়া দিল্লির প্রগতি ময়দানের সদ্য উন্মোচিত ভারত মণ্ডপে হবে জি২০ শীর্ষ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক-সহ বিশ্বের তাবড় নেতারা আসছেন এই সম্মেলন উপলক্ষে। ঠিক তার আগে দেশের নাম বিতর্ক উসকে উঠল। এর জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।