PM Narendra Modi: ‘দেশের বিভিন্ন প্রান্তের বৈচিত্র্য, সংস্কৃতি উদযাপন করুন’, শিক্ষকদের বার্তা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 05, 2023 | 1:41 PM

Teacher's day: ছাত্রদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকদের মধ্যেও ছাত্রসত্ত্বা বেঁচে থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, "যদি আপনার ভিতরের ছাত্রটি বেঁচে থাকে তবে আপনি কখনই সমস্যায় পড়বেন না বা হতাশ বোধ করবেন না।"

PM Narendra Modi: দেশের বিভিন্ন প্রান্তের বৈচিত্র্য, সংস্কৃতি উদযাপন করুন, শিক্ষকদের বার্তা প্রধানমন্ত্রীর
শিক্ষক দিবসের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: বৈচিত্র্যের মধ্যে ঐক্যের অন্যতম উদাহরণ হল ভারত। তাই স্বাধীনতার অমৃতকালে শিক্ষক দিবসে (Teacher’s day) দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিক গড়ার কারিগর, শিক্ষকদের কাছে দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, বৈচিত্র্য ছাত্রদের সঙ্গে উপভোগ করার আবেদন জানালেন তিনি (PM Narendra Modi)।

শিক্ষক দিবসের প্রাক্কালে সোমবার নয়া দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫ তম স্বাধীনতার উদযাপন উপলক্ষ্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৭৫ জন শিক্ষকের সঙ্গে আলাপচারিতা করেন তিনি। দেশের তরুণ প্রজন্মকে প্রতিপালিত করতে, সঠিক মানসিকতা গড়ে তুলতে এই শিক্ষকদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তখনই স্থানীয় ঐতিহ্য ও ইতিহাস থেকে আঞ্চলিক ইতিহাস, সংস্কৃতি ছাত্রদের কাছে তুলে ধরে তাদের অনুপ্রাণিত করার ব্যাপারে শিক্ষকদের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী।

শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার বিষয় নিয়ে পিএমও-র তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের ভাগ্য গঠনে ভাল শিক্ষকদের কী ভূমিকা, তা ওই ৭৫ জন শিক্ষকের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। শিক্ষার গুরুত্ব বুঝিয়ে শিশুদের পড়াশোনার ব্যাপারে অনুপ্রাণিত করার ক্ষেত্রেও শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের বৈচিত্র্য, সংস্কৃতি তুলে ধরতে স্কুলেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের বৈচিত্র্য উদযাপন করার ব্যাপারে শিক্ষকদের কাছে আবেদন জানান নমো।

একবিংশ শতকে বিজ্ঞান-প্রযুক্তির যে কী উন্নতি-অগ্রগতি হয়েছে, তা বোঝাতে ইসরোর চন্দ্রযান-৩ মিশনেরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলতে কারিগরী দক্ষতা যে বিশেষ প্রয়োজন, সেকথা শিক্ষকদের কাছে তুলে ধরেন তিনি।

তবে ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তুলতে, তাদের বিভিন্ন বিষয়ে অনুপ্রাণিত করার জন্য শিক্ষকদের মধ্যেও ছাত্রসত্ত্বা বেঁচে থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “যদি আপনার ভিতরের ছাত্রটি বেঁচে থাকে তবে আপনি কখনই সমস্যায় পড়বেন না বা হতাশ বোধ করবেন না।”

শিক্ষক দিবস উদযাপনে প্রধানমন্ত্রী যে ৭৫ জন শিক্ষকের সঙ্গে আলাপচারিতা করেছেন তাঁদের মধ্যে ৫০ জন স্কুল শিক্ষক, ১৩ জন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ১২ জন দক্ষতা উন্নয়ন মন্ত্রকের সদস্য। এছাড়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। এবছর দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ জন শিক্ষককে জাতীয় শিক্ষকের পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার, শিক্ষক দিবসের সন্ধ্যাতেই তাঁদের এই বিশেষ সম্মানে ভূষিত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে এদিন সকালে সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্রদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি।

Next Article