নয়া দিল্লি: লোকসভা ভোটের (Loksabha Election) এখনও খানিক দেরি রয়েছে। কিন্তু, এখন লোকসভা ভোট হলে এনডিএ ও বিরোধী জোট ইন্ডিয়া-র অবস্থান কী হতে পারে, তা নিয়ে সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। শনিবার ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর এমনই এক জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সংখ্যাগরিষ্ঠতা পাবে। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩১৫টি আসন নিয়ে ফের সরকার গড়বে।
অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া ১৭২টি আসন পেতে পারে। আর অন্যান্য আঞ্চলিক দল ও নির্দল ৫৬টি আসন পেতে পারে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর জনমত সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপির আসন কমতে পারে। ৩০৩টি আসন কমে ২৯৩টি হতে পারে। অন্যদিকে, সবচেয়ে বড় বিরোধী দল, কংগ্রেসের আসন বৃদ্ধি পাচ্ছে। ৫২টি থেকে তাদের আসন বেড়ে ৭০ হতে পারে।
আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেশের তৃতীয় বৃহত্তম দল হিসাবে উঠে আসতে পারে বলেও ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা ২২টি থেকে বেড়ে ৩০টি হতে পারে। আর তামিলনাড়ুর শাসকদল ডিএমকে চতুর্থ বৃহত্তম দল হতে পারে। ডিএমকে-র আসন সংখ্যা ৩ থেকে বেড়ে ২১ হতে পারে।
অন্যদিকে, উদ্ধব ঠাকরের শিবসেনার আসনও ৬ থেকে বেড়ে ৮ এবং আপের আসন ১ থেকে বেড়ে ৬ এবং বিজু জনতা দলের আসন ১২ থেকে বেড়ে ১৩ হতে পারে। আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা কমতে পারে।