নয়া দিল্লি: নতুন মন্ত্রীদের শপথের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বৃহস্পতিবার পরপর দুটি বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই একটি বৈঠক শুরু হয়েছে। ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রীরা। করোনা অতিমারি সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এ দিনের বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সন্ধে ৭ টায় নতুন মন্ত্রীদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী।
গতকালই মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণে শপথ নিয়েছেন নতুন মন্ত্রীরা। মন্ত্রিসভা থেকে বাদ গিয়েছে রবিশঙ্কর প্রসাদ, হর্ষ বর্ধনের মতো নাম। বদলে অপেক্ষাকৃত তরুণ মন্ত্রীদের জায়গা দেওয়া হয়েছে। বাংলা থেকেও প্রতিমন্ত্রী হিসেবে ক্যাবিনেটে জায়গা পেয়েছেন চার বিজেপি সাংসদ। রবিশঙ্কর প্রসাদের চেয়ারে বসে প্রথম দিন থেকেই সেই মেজাজ বজায় রাখলেন অশ্বিনী বৈষ্ণব। নয়া স্বাস্থ্যমন্ত্রীর জায়গা পেয়েছেন মনসুখ মাণ্ডবিয়া।
আরও পড়ুন: পুরনো টুইটে একের পর এক ‘ভুল’, ট্রোলের শিকার নয়া স্বাস্থ্যমন্ত্রী
১২ জন মন্ত্রীকে নিজের মন্ত্রিসভা থেকে ‘ছাটাই’ করে পরিবর্ত হিসেবে ৩৬ জনকে নিয়ে এলেন নরেন্দ্র মোদী। সব মিলিয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় ক্যাবিনেটে এখন মন্ত্রীর সংখ্যা ৭৮। সর্বাধিক মন্ত্রিত্ব পেয়েছে উত্তর প্রদেশ। নরেন্দ্র মোদীকে নিয়ে সংখ্যাটা মোট ১৪। সংসদীয় নিয়মাবলী অনুযায়ী ৫৪৩ জন সভ্য বিশিষ্ট লোকসভায় সর্বাধিক ৮১ জন মন্ত্রী হতে পারেন। সেই হিসেবে মোদী ২.০ ক্যাবিনেটে এখন সিংহভাগ আসনই পূর্ণ। তাৎপর্যপূর্ণভাবে মোদী মন্ত্রিসভার ১৩ জন সদস্যই উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত। নরেন্দ্র মোদী নিজে গুজরাতের হলেও তিনিও বারাণসী থেকেই সাংসদ।