PM Modi: দেশের যুব সম্প্রদায়কে ১০ লক্ষ চাকরি দিতে কাজ করছে সরকার : মোদী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 30, 2022 | 7:33 AM

PM Modi: দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার ১০ লক্ষ চাকরি দেওয়ার বিষয়ে কাজ করছে। শনিবার গুজরাটে আয়োজিত রোজ়গার মেলায় একটি ভিডিয়ো বার্তায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi: দেশের যুব সম্প্রদায়কে ১০ লক্ষ চাকরি দিতে কাজ করছে সরকার : মোদী
ফাইল ছবি (সৌজন্যে : PTI )

Follow Us

গান্ধীনগর: দেশে কর্মসংস্থানের (Employment) সুযোগ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার ১০ লক্ষ চাকরি দেওয়ার বিষয়ে কাজ করছে। শনিবার গুজরাটে আয়োজিত রোজ়গার মেলায় (Rozgar Mela) একটি ভিডিয়ো বার্তায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির আগেই দেশজুড়ে ৭৫ হাজার যুবদের চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মোদী। দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই নিয়োগের জন্য রোজ়গার মেলার সূচনা করেছিলেন তিনি। তারপর বিভিন্ন রাজ্যে চাকরির এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে যুবদের হাতে।

গতকাল ভিডিয়ো বার্তায় এই রোজ়গার মেলায় বলেছেন, আগামী দিনে সরকারি চাকরিক্ষেত্রে যুবদের জন্য কর্মসংস্থানের পরিমাণ বাড়ানো হবে। এদিন অনুষ্ঠানে গুজরাট পঞ্চায়েত সার্ভিস বোর্ড (Gujarat Panchayat Service Board)-র তরফে প্রায় ৫ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। লক্ষ্যনীয় যে, ডিসেম্বরেই বিধানসভা নির্বাচন গুজরাটে। তার আগে রাজ্যে একাধিক রোজ়গার মেলার আয়োজন করা হয়েছে। সেখান থেকে যুবদের নিয়োগপত্র বিলিও করা হচ্ছে।

এদিকে ধনতেরাস উপলক্ষে গুজরাটে একটি নিয়োগ মেলার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ৭৫ হাজার প্রার্থীকে নিয়োগপত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এই ঘটনার কথা উল্লেখ করে মোদী বলেন, ‘ধনতেরাসের মতো পবিত্র দিনে আমরা জাতীয় স্তরে রোজ়গার মেলার আয়োজন করেছিলাম। সেখানে আমরা ৭৫ হাজার যুবদের নিয়োগপত্র দিয়েছি।’ এই রাজ্যে আগামী দিনে আরও এরকম রোজ়গার মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘১০ লক্ষ চাকরি দেওয়ার জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার। এবং এই অভিযানে যুক্ত হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও। যুবদের জন্য সরকারি চাকরির সংখ্য়াও বাড়ানো হচ্ছে।’ এদিকে তিনি গুজরাট সরকারের লক্ষ্য পূরণের কথাও জানান এদিন। তিনি বলেছেন, ২০২২ সালে ৩৫ হাজার সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য পূরণ করেছে গুজরাট সরকার।

গুজরাটের শিল্পনীতির প্রশংসায় শোনা গিয়েছে মোদীর কণ্ঠে। তিনি বলেছেন কর্মসংস্থান তৈরিতে গুজরাটের নয়া শিল্পনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকারি দফতরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্ষেত্রে ইন্টারভিউ বাতিলের জন্য যে পরবির্তন আনা হয়েছে সেই পদক্ষেপরও প্রশংসা করেন মোদী। । এদিন তিনি আরও বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। আগামী ২৫ বছর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক উন্নয়ন দরকার এবং আপনাদেরও সমাজ ও দেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন করা উচিত।’

Next Article