Mohan Bhagwat: আরজি করের ঘটনা লজ্জাজনক, দোষীদের আড়াল করা হচ্ছে: মোহন ভাগবত

Mohan Bhagwat: মোহন ভাগবতের বক্তব্য, রাজনৈতিক দলগুলির স্বার্থপরতাই এখন মুখ্য হয়ে উঠেছে। একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় আসল বিষয়টাই গৌন হয়ে যাচ্ছে। সমাজে যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, সেটাই জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন তিনি।

Mohan Bhagwat: আরজি করের ঘটনা লজ্জাজনক, দোষীদের আড়াল করা হচ্ছে: মোহন ভাগবত
মোহন ভাগবতImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 12, 2024 | 2:50 PM

নয়া দিল্লি: আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। ধর্ষণ ও খুনের যে অভিযোগ উঠেছে, সেই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে। ৯ অগস্টের ঘটনার পর দু মাস কেটে গিয়েছে। এখনও জারি রয়েছে প্রতিবাদ। পুজোর মধ্যেও আন্দোলনে উত্তপ্ত শহরের রাজপথ। এরই মধ্যে মোহন ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। দশেরা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন মোহন ভাগবত।

মোহন ভাগবতের বক্তব্য, রাজনৈতিক দলগুলির স্বার্থপরতাই এখন মুখ্য হয়ে উঠেছে। একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় আসল বিষয়টাই গৌন হয়ে যাচ্ছে। সমাজে যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, সেটাই জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন তিনি।

আরএসএস এবার শতবর্ষ উদযাপনের পথে। তাই এই বছরটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন মোহন ভাগবত। তিনি মনে করেন, একদিকে যেমন দেশ উন্নতি করছে, আশা দেখছেন দেশের মানুষ, তেমনই দেশে অনেক সমস্যাও রয়েছে। মোহন ভাগবত উল্লেখ করেন, অহিল্যাবাই হোলকার, দয়ানন্দ সরস্বতী, বিরসা মুন্ডার অনুপ্রেরণায় এগিয়ে চলা উচিত।